Punjab Congress: সিধুতেই আস্থা রাহুল-সনিয়ার, দেওয়া হল নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব
Punjab Assembly Election 2022: রাজ্য ইউনিটের কার্যনির্বাহী সভাপতি কুলজিৎ নাগরা, পবন গয়াল এবং সুখবিন্দর সিং ড্যানি ছাড়াও প্রাক্তন মন্ত্রী গুরপ্রীত সিং কাঙ্গার, বলবীর সিং সিধু, শাম সুন্দর অরোরা, রানা গুরমিত সিং সোধি এবং সাধু সিং ধর্মসোটকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চণ্ডীগঢ়: আগামী বছরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ভোটের আগেই নানা ইস্যুতে পঞ্জাব কংগ্রেসের দ্বন্দ একেবারে জনসমক্ষে চলে এসেছে। নাটকীয়ভাবে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মুখ্যমন্ত্রী পদে ইস্তাফা, চরণজিৎ চন্নির মুখ্যমন্ত্রী হওয়ার পর নানা ইস্যুতে দলের সরকারে বিভিন্ন সিদ্ধান্তে বিরোধিতা, সব কিছুর কেন্দ্র বিন্দুতে ছিলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। সম্প্রতি মনে করা হয়েছিল নির্বাচনের আগে কড়া বার্তা দিতে হয়ত সিধুর ডানা ছাঁটছে কংগ্রেস হাইকমান্ড, কিন্তু সোমবার দেখা গেল সিধুতেই আস্থা রাখলেন রাহুল-সনিয়ারা। পঞ্জাব কংগ্রেসর নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হল নভজ্যোত সিং সিধুকে। ২৯ সদস্যের ওই নির্বাচনী কমিটির প্রধান করা হয়েছে সিধুকে।
সিধুর পাশাপাশি মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি, পঞ্জাব কংগ্রেসে বিভিন্নি সিনিয়র নেতৃত্ব, নির্বাচিত সাংসদ ও রাজ্য সরকারের মন্ত্রীরা ওই নির্বাচনী কমিটিতে জায়গা পেয়েছেন। কংগ্রেসের তরফে প্রকাশিত বিবৃতি থেকে জানা গিয়েছে, রাজ্যসভার সদস্য অম্বিকা সোনি এবং প্রতাপ সিং বাজওয়া, প্রাক্তন রাজ্য সভাপতি সুনীল জাখর, এইচএস হংসপাল এবং মহিন্দর সিং কেপি, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজিন্দর কৌর ভাট্টল, প্রাক্তন পঞ্জাব কংগ্রেসের সিনিয়র সহ-সভাপতি লাল সিং এবং এআইসিসি সচিব কে এল শর্মা ওই কমিটিতে রয়েছেন।
রাজ্য ইউনিটের কার্যনির্বাহী সভাপতি কুলজিৎ নাগরা, পবন গয়াল এবং সুখবিন্দর সিং ড্যানি ছাড়াও প্রাক্তন মন্ত্রী গুরপ্রীত সিং কাঙ্গার, বলবীর সিং সিধু, শাম সুন্দর অরোরা, রানা গুরমিত সিং সোধি এবং সাধু সিং ধর্মসোটকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রাক্তন মন্ত্রীরা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ঘনিষ্ঠ ছিলেন। নতুন চরণজিৎ সিং মন্ত্রিসভায় এদের ঠাঁই হয়নি। তাই ভারসাম্য বজায় রাখতে তাদের পুর্নবাসন দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। কমিটিতে বিধায়ক অজাইব সিং ভাট্টি, রামিন্দর আওলা, রাজ কুমার চাব্বেওয়াল এবং নভতেজ সিং চিমা, পাঞ্জাব মহিলা কংগ্রেসের সভাপতি বলবীর রানি সোধি, পাঞ্জাব যুব কংগ্রেসের প্রধান বারিন্দর ধিল্লন, এনএসইউআই সভাপতি অক্ষয় শর্মা এবং রাজ্য সেবাদলের প্রধান সংগঠক নির্মল কাইরাও রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি পঞ্জাবের ২২ টি জেলার আহ্বায়কের একটি নামের তালিকা কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু। সেই তালিকা বাতিল করেছিল হাইকমান্ড। এরপরই নিজেকে ক্ষমতাহীন বলে দাবি করেছিলেন প্রদেশ সভাপতি সিধু। শনিবার বাবা বলাকাতে এক সভায় বক্তব্য রাখার সময় সিধু জানিয়েছিলেন, তিনি ‘ক্ষমতাহীন’ সভাপতি। সিধু বলেছিলেন, “আমি শুধুই সভাপতি। সাধারণ সম্পাদক নিয়োগের ক্ষমতাও আমার কাছে নেই।” সিধুর এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে প্রশ্ন তুলেছিল।
আরও পড়ুন PM Modi: বারাণসীতে দেশের বিজেপি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী