PM Narendra Modi: সভায় হাজির খুদে ভারতমাতা, প্রধানমন্ত্রী বললেন, ‘তুমিই অনুপ্রেরণা’

Telangana Assembly Election 2023: সভা চলাকালীনই কথা বলতে বলতে প্রধানমন্ত্রীর নজরে আসে ওই খুদে শিশুকন্যা। মায়ের কোলে উঠে হাত নাড়ছিল ওই শিশুকন্য়া। তাঁর সাজসজ্জা ছিল ভারতমাতার মতো, হাতে ধরা দেশের জাতীয় পতাকা। প্রধানমন্ত্রীও তাঁকে দেখতে পেয়ে হাত নাড়ান। শিশুটির উদ্দেশে বলেন, "ওয়েল ডান বেটা"।

PM Narendra Modi: সভায় হাজির খুদে ভারতমাতা, প্রধানমন্ত্রী বললেন, 'তুমিই অনুপ্রেরণা'
খুদে ভারতমাতাকে দেখে হাত নাড়লেন প্রধানমন্ত্রী।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 7:11 AM

হায়দরাবাদ: মঞ্চে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা চলাকালীনই হঠাৎ চোখে পড়ল এক খুদের উপরে। মায়ের কোলে চেপে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছিল ওই খুদে। ভারতমাতার সাজে সেজে আসা ওই খুদেকে দেখে প্রধানমন্ত্রী মোদী হাত নাড়েন। তিনি বলেন, “ওয়েল ডান বেটা”।

তেলঙ্গানার নির্মলে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি শাসকদল বিআরএসকে কড়া ভাষায় আক্রমণ করেন। সভা চলাকালীনই কথা বলতে বলতে প্রধানমন্ত্রীর নজরে আসে ওই খুদে শিশুকন্যা। মায়ের কোলে উঠে হাত নাড়ছিল ওই শিশুকন্য়া। তাঁর সাজসজ্জা ছিল ভারতমাতার মতো, হাতে ধরা দেশের জাতীয় পতাকা। প্রধানমন্ত্রীও তাঁকে দেখতে পেয়ে হাত নাড়ান। শিশুটির উদ্দেশে বলেন, “ওয়েল ডান বেটা”।

এরপর ওই শিশুকন্যাকে দেখিয়ে সভায় উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, “এই শিশুটি তিরঙ্গা নিয়ে নাড়ছে। দেখুন ও ভারতমাতা সেজে এসেছে। দেশের প্রত্যেক যুবকে অনুপ্রেরণা দিচ্ছে এই বাচ্চাটি।”