লখনউ: আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভা দখলের লড়াইয়ে নিজেদের মতন করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি। দিন যত এগোচ্ছে, দেশের সব থেকে বড় রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক পারদ তত চড়ছে। ইতিমধ্যেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট হয়ে গিয়েছে জয়ন্ত চৌধুরির রাষ্ট্রীয় লোক দলের। এবার আনুষ্ঠানিক ভাবে জোটের হয়ে প্রচারে নামছেন দুই দলের শীর্ষনেতা।
মঙ্গলবার, পশ্চিম উত্তর প্রদেশে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন সপা প্রধান অখিলেশ যাদব ও রাষ্ট্রীয় লোক দল প্রধান জয়ন্ত চৌধুরি। মিরাটেক ডাবাথুয়া গ্রামেই হবে এই নির্বাচনী জনসভা। জানা গিয়েছে, হিন্দোন বিমানবন্দর থেকে এক সঙ্গে দুই নেতা সভাস্থলের উদ্দেশে রওনা দেবেন। সমাজবাদী পার্টিক মিরাট জেলার সভাপতি রাজপাল সিং জানিয়েছেন, দুই দলের সমর্থকরাই ২ হাজার ট্র্যাক্টর ও ১ হাজার বাসে চেপে ৩০ বিঘার সভাস্থলে উপস্থিত হবেন এবং নেতৃত্বের ভাষণ শুনবেন। জানা গিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই দুই দলের নেতৃত্ব সভাস্থলে বিপুল জমায়েতের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।
রাজপাল সিং বলেন, “এই জনসভা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা দিয়েছে। এই সভার নাম ‘পরিবর্তন সন্দেশ সভা’ দেওয়া হয়েছে। দুই নেতাই আগামী বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের দিকনির্দেশিকা তুলে ধরবেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৩ সালে মুজাফফরনগরের সাম্প্রদায়িক দাঙ্গার পরে আরএলডি-সমাজবাদী পার্টি জোট রাজনৈতিক ও সামাজিক সমীকরণকে বদলে দিতে সাহায্য করবে। মোরাদাবাদ ,মিরাট ও সাহারানপুর ডিভিশনের ৭১ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫১ টিতেই বিজেপি বিধায়ক রয়েছেন। এই অঞ্চলে আরএলডির ভোটব্যাঙ্কও শক্তিশালী, তাই দুই দলের জোট বিজেপির সমস্যা বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।
২০১৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০৩ আসনের মধ্যে ৩১২টি আসনে জিতেছিল বিজেপি। অখিলেশের সপা ৪৭টি, মায়াবতীর বসপা ১৯ টি এবং কংগ্রেস মাত্র ৭টি আসন জিতেছিল। অন্যদিকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের জন্য আজ উত্তর প্রদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, বছর ঘুরতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (UP Assembly Election 2022)। তার আগেই একের পর ইস্যুতে তপ্ত লখনউয়ের রাজনীতি। একের পর এক ঘটনায় শাসক বিরোধী চাপন উতর চলছেই। বিধানসভা নির্বাচনে, উত্তর প্রদেশে বিজেপির সঙ্গে মূল লড়াই অখিলেশের সমাজবাদী পার্টির। কথিত আছে ‘দিল্লির রাস্তা উত্তর প্রদেশ হয়েই যায়’, সেই কারণে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখাই বিজেপির কাছে চ্যালেঞ্জ।
আরও পড়ুন Omicron in Delhi: এখনই লকডাউন নয়, ওমিক্রন পরিস্থিতিক ওপর নজর রাখা হচ্ছে, জানাল দিল্লি সরকার