Mamata Banerjee in Uttar Pradesh: সোমেই যোগীরাজ্যে মমতা, বিমানবন্দরেই উপস্থিত থাকতে পারেন অখিলেশ

Uttar Pradesh Assembly Election 2022: পাশাপাশি ডিজিট্যাল সমাবেশেও অংশ নেবেন তিনি। সূত্রের খবর,  বিমানবন্দরে মমতাকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন খোদ অখিলেশ যাদব

Mamata Banerjee in Uttar Pradesh: সোমেই যোগীরাজ্যে মমতা, বিমানবন্দরেই উপস্থিত থাকতে পারেন অখিলেশ
অখিলেশ যাদবের হয়ে প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 10:39 AM

কলকাতা ও লখনউ: দোরগোড়ায় উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যেই সোমবার লখনউ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা আড়াইটে নাগাদ বিমানে লখনউ যাবেন  মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দুদিনের ঝটিকা সফরে সপা সাংসদ অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করতে পারেন তিনি। পাশাপাশি ডিজিট্যাল সমাবেশেও অংশ নেবেন তিনি। সূত্রের খবর, বিমানবন্দরে মমতাকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন খোদ অখিলেশ যাদব। রাতে উত্তরপ্রদেশের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল নেত্রী। সঙ্গে উত্তরপ্রদেশ তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করার ভাবনাও রয়েছে। আগামিকাল অখিলশের সঙ্গে দুটি কর্মসূচির আগেও দলের নেতাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

সূত্রের খবর, সোমবার দুপুরেই লখনউয়ে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন যোগীরাজ্যে এ বার বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে না তৃণমূল। বরং, সমাজবাদী পার্টির সমর্থনেই পথে নামবে তৃণমূল। কিছুদিন আগেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসে দেখা করেছিলেন সপা নেতৃত্ব কিরণময় নন্দ।

২০২১ সালে বাংলায় বিধানসভা ভোটের সময় সপা নেত্রী জয়া বচ্চন এসেছিলেন এ রাজ্যে। তৃণমূলের হয়ে কলকাতায় প্রচার করেছিলেন তিনি। কিরণময় নন্দও প্রচার করেছিলেন তৃণমূলের সমর্থনে। নন্দীগ্রামে প্রচার করেছিলেন তিনি। অর্থাৎ বাংলার ভোটের সময় সমাজবাদী পার্টি তৃণমূলের প্রতি তাদের সমর্থন স্পষ্ট করেছিল দলের নেতৃত্বকে পাঠিয়ে। এবার তারই পাল্টা ছবি দেখা যেতে পারে উত্তর প্রদেশে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

একইসঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে  লড়াই করবে তৃণমূল। জাতীয় রাজনীতিতে নিজেদের স্থান স্পষ্ট করতে যে তৎপর তৃণমূল তা একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই স্পষ্ট। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে তৃণমূলের এই সমর্থন যে তার ব্যতিক্রম নয় এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

এদিকে উত্তর প্রদেশে, প্রতিনিয়ত নির্বাচনী প্রচারে ব্যস্ত  বিজেপির বড় নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার পশ্চিম উত্তর প্রদেশের আমরোহায় প্রচার সারেন। প্রচারে অতীতের সপা ও বিএসপি সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন শাহ। সপা – বিএসপিকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, উত্তর প্রদেশ ‘বুয়া – ভাতিজার সরকারে’-র আমলে পিছিয়ে ছিল। আমরোহায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অতীতের এসপি-বিএসপি সরকারকে আক্রমণ করে, অমিত শাহ বলেন, “বুয়া-ভাতিজার সরকারের আমলে, উত্তর প্রদেশ গোটা দেশের মধ্যে একটি পিছিয়ে পড়া রাজ্যে পরিণত হয়েছিল।” তিনি বলেন, “সারা দেশে উত্তর প্রদেশের অর্থনীতি সাত নম্বরে ছিল।” একইসঙ্গে যোগী সরকারের প্রশংসা করে অমিত শাহ বলেন, “বিজেপি সরকারের এই পাঁচ বছরে উত্তর প্রদেশ সপ্তম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা