Akhilesh Yadav: ‘গরম বেরোক না বেরোক, তবে সপা ক্ষমতায় এলে…’, মুখ্যমন্ত্রীকে ‘গরম’ জবাব অখিলেশের

Uttar Pradesh Assembly Election 2022: মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবেই রবিবার আগ্রায় একটি জনসভায় অখিলেশ যাদব বলেন, "যে সরকার গরিব মানুষ ও কৃষকদের দুঃখ-দুর্দশা বোঝে না, তাদের মুখ্যমন্ত্রীই বলছেন যে সরকার গছনের পর গরম বের করে দেবেন। মনে হচ্ছে উনি কোনও ঠাণ্ডা জায়গায় বসবাস করেন।"

Akhilesh Yadav: 'গরম বেরোক না বেরোক, তবে সপা ক্ষমতায় এলে...', মুখ্যমন্ত্রীকে 'গরম' জবাব অখিলেশের
আগ্রার জনসভায় অখিলেশ যাদব। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 10:21 AM

আগ্রা: নির্বাচনের দিন এগিয়ে আসতেই পারদ চড়ছে উত্তর প্রদেশে(Uttar Pradesh Assembly Election 2022)। প্রচারে বেরিয়ে শাসক ও বিরোধী দল-কেউই অপর দলকে আক্রমণ করতে ছাড়ছেন না। গত মাসেই রাজ্য়ে শাসক দল বিজেপির প্রচারের বেরিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছিলেন, “গরমি নিকাল দেঙ্গে” (সব গরম বের করে দেব)। এবার তার পাল্টা জবাব দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)।রবিবার তিনি মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পাল্টা জবাবে বলেন, “গরমি নিকলে না নিকলে, লেকিন সমাজবাদী সরকার আয়েগি তো ভরতি নিকলেগি।” (গরম সম্পর্কে জানিনা, তবে সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে, চাকরির ব্যবস্থা অবশ্যই করা হবে)।

গত মাসেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাইরানার প্রার্থীর সমালোচনা করে টুইটে লিখেছিলেন, “তামাঞ্চাওয়াডি পার্টির (সমাজবাদী পার্টিকেই কটাক্ষ) প্রার্থী হুমকি দিচ্ছেন। ওনার গরম এখনও কমেনি। ১০ মার্চের পর সব গরম বের করে দেওয়া হবে।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবেই রবিবার আগ্রায় একটি জনসভায় অখিলেশ যাদব বলেন, “যে সরকার গরিব মানুষ ও কৃষকদের দুঃখ-দুর্দশা বোঝে না, তাদের মুখ্যমন্ত্রীই বলছেন যে সরকার গছনের পর গরম বের করে দেবেন। মনে হচ্ছে উনি কোনও ঠাণ্ডা জায়গায় বসবাস করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, গরম বেরোক কি না বেরোক, সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে চাকরিতে নিয়োগ অবশ্যই শুরু হবে।”

কেন্দ্রীয় সরকারের “উড়ে দেশ কা আম নাগরিক” প্রকল্পকেও কটাক্ষ করে সপা প্রধান বলেন, “পেট্রোল ও ডিজেল এতটাই দামি হয়ে গিয়েছে, যে যুবকেরা মোটরসাইকেলও চালাতে পারছে না। এই নির্বাচন গণতন্ত্র ও ডঃ বি আর আম্বেদকরের সংবিধানকে বাঁচানোর লড়াই। প্রায় ৫ বছর পার হয়ে গিয়েছে, কি উন্নয়ন হয়েছে রাজ্যে? বিজেপি বলত যে যারা হাওয়াই চপ্পল পরেন, তারা এবার হাওয়াই জাহাজে বসবেন। কিন্তু পেট্রোল-ডিজেলের দাম এত বেড়ে গিয়েছে যে, গরিব মানুষদের ট্রাক্টর ও যুবকদের বাইকও চলছে না।”

নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীতে যোগদানে উৎসুক রাজ্য়ের যুবদেরও বড় প্রতিশ্রুতি দেন অখিলেশ যাদব। তিনি  জানান, যদি সমাজবাদী সরকার ক্ষমতায় আসে, তবে বয়সসীমায় তিনি কিছুটা ছাড় দেবেন। কারণ বিগত দুই বছর ধরে করোনা সংক্রমণের কারণে অনেকেই এই পরীক্ষাগুলিতে বসতে পারেননি এবং বর্তমানে তাদের বয়সসীমা পার হয়ে গিয়েছে। রাজ্যের যুবদের স্বপ্ন পূরণের জন্যই এই কাজ তিনি করবেন।

তিনি বলেন, “রাজ্য়ের যুবরা যারাই সেনাবাহিনীতে যোগ দিতে চান, তাদের জন্য আমরা যা কিছু করতে চাই, তা নিয়ে আমরা সেনাবাহিনীর সঙ্গে কথা বলব। করোনার কারণে অনেকেই সেনাবাহিনীর পরীক্ষায় বসতে পারেননি। যদি প্রয়োজন হয়, তবে আমরা বয়সসীমায় ছাড় দিতে পারি কিনা, সে সম্পর্কে কথা বলব।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা