Major Dhyan Chand Sports University: ‘যুবরাই ভবিষ্যৎ’, ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করে জানালেন প্রধানমন্ত্রী মোদী

| Edited By: | Updated on: Jan 02, 2022 | 3:23 PM

Narendra Modi: মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তি প্রস্থর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Major Dhyan Chand Sports University: ‘যুবরাই ভবিষ্যৎ’, ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করে জানালেন প্রধানমন্ত্রী মোদী
ছবি: সংবাদ সংস্থা

নতুন বছরে আরও একটি বড় উপহার পাচ্ছে উত্তর প্রদেশ (Uttar Pradesh)। আজ, রবিবার উত্তর প্রদেশের মিরাটে (Meerut) মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি(Major Dhyan Chand Sports University)-র ভিত্তি প্রস্থর (Foundation Stone) স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর দফতরের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, উত্তর প্রদেশের মিরাটের  সারদানা শহরে এই বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। প্রায় ৭০০ কোটি টাকা খরচে এই বিশ্ববিদ্যালয় সালাওয়া ও কাইলি গ্রাম জুড়ে তৈরি করা হবে। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্য়মন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Jan 2022 03:11 PM (IST)

    যুবকদের কর্মসংস্থানে কাজ করেছে যোগী সরকার, বার্তা মোদীর

    কর্মসংস্থান দেশের সবরাজ্যেই অন্যতম বড় ইস্যু। কর্মসংস্থান নিয়েও যোগী সরকারে প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। তিনি জানিয়েছেন, যোগী সরকারের আমলে সব থেকে বেশি সরকারি নিয়োগ হয়েছে। আইটিআই ও অন্যান্য প্রযুক্তি মূলক শিক্ষায় উল্লেখযোগ্য কাজ হয়েছে।

  • 02 Jan 2022 03:02 PM (IST)

    ডবল ইঞ্জিন সরকারের সুফল নিয়েও বার্তা

    উত্তর প্রদেশে গিয়ে আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রসঙ্গ। রবিরারও রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপনের পর আবারও মোদীর মুখে শোনা গেল ‘ডবল ইঞ্জিন’ প্রকল্প। তিনি জানিয়েছেন, দুই সরকার উদ্যোগী হয়ে রাজ্যের বিভিন প্রান্তে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির কাজ করেছে। সমবেত জনতাকে তিনি মনে করিয়ে দিয়েছেন, এটাই ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল।

  • 02 Jan 2022 02:48 PM (IST)

    ‘যুবরাই ভবিষ্যৎ’, দেশকে এগিয়ে নিয়ে যেতে যুবদের ওপর আস্থা মোদীর

    ‘যুবরাই দেশের ভবিষ্যৎ’ এদিন উত্তর প্রদেশের মিরাট থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “একবিংশ শতাব্দীর একটাই মন্ত্র, যে পথে যুব সমাজ চলবে দেশও সেই পথেই এগবে। নতুন ভারতে যুবরা সবকিছু। যুবরাই ভারতকে নেতৃত্ব দেবে। যুবরা যেদিকে যাবে, ভারত ও সেই দিকে যাবে। আর ভারত যেদিকে যাবে দুনিয়া সেই দিকেই যাবে। বিজ্ঞান থেকে সাহিত্য সব কিছুতেই নেতৃত্ব দিচ্ছে যুুবরা। তাই এই বিশ্ববিদ্যালয় যুবদের এগিয়ে যেতে সাহায্য করবে।”

  • 02 Jan 2022 02:40 PM (IST)

    যোগী অপরাধীদের সঙ্গে ‘জেল জেল’ খেলা খেলছে , আগের সরকারকে কটাক্ষ নমোর

    বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসের পর আগের সরকারকে নিশানা করেন মোদী। তিনি বলেন, “আগের সরকারের সময় উত্তর প্রদেশে অপরাধীরাই আসল খেলা খেলত। মাফিয়ারাও নিজেদের মত খেলত। এখানে অবৈধ কার্যকলাপের টুর্নামেন্ট হত। মা-বোনেদের ওপর অত্যাচার করে অপরাধীরা দিনের আলোয় ঘুরে বেড়াত। মিরাট ও আশেপাশের মানুষরা এখনও ভুলতে পারেননি কীভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগের সরকার নিজের মত খেলত। লোক ঘরছাড়া হতে বাধ্য হতেন। কিন্তু এখন যোগী আদিত্যনাথের সরকার এই অপরাধীদের সঙ্গে ‘জেল জেল’ খেলা খেলছে। মিরাটের মেয়েরা নিশ্চিন্তে বাইরে বেরোতে পারে। মিরাটের মেয়েরা দেশের নাম উজ্জ্বল করছে।”

  • 02 Jan 2022 02:31 PM (IST)

    ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের সুবিধা, ঘোষণা মোদীর

    হকির জাদুকর ধ্যানচাঁদের নামে তৈরি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসের পর প্রধানমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় ৭০০ কোটি টাকা দিয়ে তৈরি হবে। বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া বিশ্ববিদ্যালয় গুলির মধ্য যায়গা করে নেবে এই বিশ্ববিদ্যালয়। তিনি জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের সব সুযোগ সুবিধা মিলবে। প্রত্যেক বছর ১ হাজার ছেলে মেয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হবেন।

  • 02 Jan 2022 02:27 PM (IST)

    মোদীর মুখে মিরাটের প্রশংসা

    মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসের পর মিরাটের প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। নরেন্দ্র মোদী বলেন, বছরের শুরুতে মিরাটে আসতে পেরে আমি গর্বিত। ভারতের ইতিহাসে মিরাট শুধুমাত্র একটি শহরই নয়, মিরাট সংস্কৃতির প্রতীক। মিরাট দেশকে নতুন আলো দেখিয়েছে। দেশের স্বাধীনতায় এই অঞ্চলের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা আজ ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করতে পারছে। মিরাট ও আশেপাশের এলাকা স্বাধীন ভারতেও অনেক অবদান রেখেছে। দেশের নিরাপত্তা হোক বা ক্রীড়া ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এই এলাকা থেকেই চৌধুরি চরণ সিংয়ের মত নেতা উঠে এসেছেন। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের মতো কৃতি সন্তানও দেশকে দিয়েছে মিরাট। তাই তাঁর নামেই এই নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে পের আমরা আন্দন্দিত। যে বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে ‘ধ্যান’ নামটা জড়তি, সেখানকার যুবসমাজ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

  • 02 Jan 2022 02:15 PM (IST)

    মোদীর প্রশংসায় পঞ্চমুখ যোগী

    সম্ভবত আগামী বছরই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগেই দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় হিসেব মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালের নির্মাণের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রীড়া ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য মোদীকে ধন্যবাদ দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, মোদীর হাত ধরে বদলে গিয়েছে উত্তর প্রদেশ। আগের সরকার মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করেছে। রাজ্যে নারী নিরাপত্তা ছিল না। ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার পর অবস্থা সম্পূর্ণ বদলে গিয়েছে।

Published On - Jan 02,2022 2:05 PM

Follow Us: