বেলাগাম হিংসা রাজ্যে, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের

রাজ্যজুড়ে হিংসার ঘটনা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar)। মঙ্গলবারই দিল্লি থেকে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

বেলাগাম হিংসা রাজ্যে, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের
স্বপন দাশগুপ্ত
Follow Us:
| Updated on: May 04, 2021 | 10:20 AM

কলকাতা: ভোটের (Assembly Election Result 2021) ফল প্রকাশ হতেই রাজ্যজুড়ে বেলাগাম হিংসা। জেলায় জেলায় বিজেপি কর্মী, সমর্থকদের উপর হামলা-মারধরের অভিযোগ। বাড়ছে খুনের অভিযোগও। এই ঘটনার তীব্র নিন্দা করে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।

মঙ্গলবার টুইটারে স্বপন দাশগুপ্ত লেখেন, ‘কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমার আবেদন স্বতঃপ্রণোদিতভাবে আপনারা পদক্ষেপ করুন। জেলাগুলিতে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জোয়ার পশ্চিমবঙ্গে চলছে তা রুখতে প্রশাসনকে নির্দেশ দিন।’

একইসঙ্গে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর দাবি, ‘বিজেপির কর্মী সমর্থকরা যখন তারকেশ্বর থেকে ফোন করে বলছেন তাঁদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে খুব অসহায় লাগছে নিজেকে। বাংলায় কি আইন ও গণতন্ত্রের কোনও জায়গাই নেই?’

আরও পড়ুন: ভোটের ময়দানেই নেই শোভন, বেহালা পূর্বে জিতে রত্নার মনে এখন প্রশান্তির ‘বৈশাখী হাওয়া’

উল্লেখ্য, রাজ্যজুড়ে হিংসার ঘটনা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। মঙ্গলবারই দিল্লি থেকে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে পারেন তিনি। বৈঠক করতে পারেন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে। ভোটের ফলাফল যাই হোক না কেন, কোনওভাবেই রাজ্যে হিংসা কাম্য নয়।  অথচ গত দু’দিনে সে চিত্রই প্রকট হয়েছে বারবার। এ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবের কাছে অমিত শাহের মন্ত্রক বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বলেই খবর।