West Bengal Election 2021: ঈদ হোক বা কোভিড, ভোটের নির্ঘণ্ট বদলাবে না, জানাল নির্বাচন কমিশন

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: ঋদ্ধীশ দত্ত

Apr 22, 2021 | 12:14 AM

West Bengal Election 2021 LIVE News: ভোট আবহে জারি রাজনৈতিক সন্ত্রাস।

West Bengal Election 2021: ঈদ হোক বা কোভিড, ভোটের নির্ঘণ্ট বদলাবে না, জানাল নির্বাচন কমিশন
ফাইল চিত্র

Follow Us

ব্যালট পেপারে ভোটগ্রহণকে (West Bengal Election 2021) কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বোলপুরে। বিজেপির অভিযোগ, শিক্ষকদের ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে। অথচ এখানে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নেই, ভোটবাক্সে নেই তালা। তাদের দাবি, এভাবে ভোটের অর্থ ভোট লুঠ হওয়া। এরপরই শুরু হয় চরম বিশৃঙ্খলা। বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধও রাখা হয়। এক নজরে ভোট বঙ্গের খুঁটিনাটি….

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Apr 2021 10:35 PM (IST)

    ঈদ হোক বা কোভিড, ভোটের নির্ঘণ্ট বদলাবে না, জানাল নির্বাচন কমিশন

    দুই বিধানসভা কেন্দ্রের ভোট পিছিয়ে গিয়েছে বঙ্গে। কিন্তু, তা এমন দিনে পড়েছে যে দিন ঈদ পালন হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দেশ জুড়ে। সেই কারণে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবেদন জানিয়েছিলেন, ভোটের দিনক্ষণ যাতে পিছিয়ে দেওয়া হয়। যদিও নির্বাচন কমিশন এ দিন পালটা চিঠিতে জানিয়েছে, ভোটের নির্ঘণ্ট পিছোন সম্ভব নয়।

    বিস্তারিত পড়ুন: রমজানের পর ভোট করা সম্ভব নয়, অধীরকে স্পষ্ট জবাব কমিশনের

  • 21 Apr 2021 10:16 PM (IST)

    ভোট-ষষ্ঠীর আগে চিন্তা বাড়াচ্ছে বারাকপুর, বড় পদক্ষেপ কমিশনের

    আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। মোট ৪৩ টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত চলেছে। তার আগেই কার্যত চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। ৪ জেলার ৪৩ টি আসনে নজর থাকলেও উত্তর ২৪ পরগনায় রাজনৈতিক হিংসার ইতিহাসের কথা মাথায় রেখে বারাকপুর শিল্পাঞ্চলে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

    বিস্তারিত পড়ুন: রাত পোহালেই ভোট-ষষ্ঠী, কমিশনের বিশেষ নজর বারাকপুরে, নিযুক্ত অতিরিক্ত পর্যবেক্ষক


  • 21 Apr 2021 04:35 PM (IST)

    Abhishek Banerjee in Paschim Bardhaman: পাণ্ডবেশ্বরে যিনি বিজেপির প্রার্থী তাঁকে বিশ্বাসঘাতক বলব না: অভিষেক

    প্রচারে অভিষেক

     

    পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জনসভা।

    আমরা স্বচ্ছ ভাল মানুষদের জায়গা করে দিই। দিয়ে এসেছি। পাণ্ডবেশ্বরে যে নরেন্দ্রনাথের বিপরীতে দাঁড়িয়েছে তাঁকে আমি বিশ্বাসঘাতক বলব না। কারণ, তাঁর উপর দলের কোনওদিনি বিশ্বাস ছিল না। পাঁচ বছর স্তাবক হয়ে মাথা নিচু করে বাঁচবেন না মাথা উঁচু করে বাঁচবেন আপনাদের ব্যাপার। সব চোর ডাকাতকে দলে ঢুকিয়েছে। নরেন্দ্র মোদী বলছেন, জিতেন্দ্রকে দিয়ে কয়লা-মাফিয়ারাজ বন্ধ করবেন, শুভেন্দুকে দিয়ে নারদা স্ক্যাম, মুকুলকে দিয়ে চিটফান্ড স্ক্যাম! এরা আসলে নিজেরটা ছাড়া কিছুই বোঝে না। বিজেপি বিভিন্ন জায়গায় টাকা ছড়াচ্ছে। আমার আপনার টাকা মেরে বিজেপির পকেট ভরেছে। পদ্মফুলের থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেবেন। পাণ্ডবেশ্বরে অতন্ত ১৪ জন ছেলেমেয়েকে দেখান যারা কেন্দ্রীয় সরকারে চাকরি পেয়েছে। এখন ভোটের জন্য গুজরাট-দিল্লি থেকে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছেন প্রধামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, কে বাদ আছে! সব থেকে বড় কয়লা মাফিয়াকে প্রার্থী করেছেন। এখন চুরি করে মানুষ বিজেপিতে যায়। আর মোদী বলছেন আসল পরিবর্তন! একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এত হিংসা! আমার আপনার রক্তে বাংলা দখল করতে চায়। এদেরকে ছেড়ে দেবেন! দিল্লির অর্ডারে শীতলকুচিতে সেদিন খুন হয়েছে। ১০ এপ্রিলের জবাব ২৬ এপ্রিল ব্যালট বক্সে দিন। এক দফায় ভোট করার কথা বলেছিলেন মমতা। কিন্তু, নির্বাচন কমিশন সে কথা কানে তোলেনি। দুই তৃতীয়াংশ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হবে। দিদি শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত কথা দিয়ে কথা রাখেন। : অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 21 Apr 2021 03:35 PM (IST)

    Mamata Banerjee in Malda: ‘এখন আবার বিজেপির মতো একটা দল জুটেছে, সব সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করতে চায়, গেট লস্ট’, আইএসএফকে তোপ মমতার

     

    মালদায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

    মমতার সভায় আচমকা অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। বক্তব্য থামিয়ে সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী। এমনকী, সভায় ভিড় উপচে পড়াতে ব্যারিকেডের সামনে ভিড় কমাতে বলেন তিনি। রক্ষীদের নির্দেশ দেন ব্যারিকেড ঘেরা খানিকটা জায়গা ছেড়ে দিতে। সভায় উপস্থিত শ্রোতাদের বলেন, ”এই মেয়েদের দিকে কেউ যাবেন না। সব এখানে চুপচাপ বসুন। কেউ দুষ্টুমি করবে না।”

    বিজেপি সরকারকে হটাতে হবে। আগেও বলেছিলেন আপনারা মালদা জেলাটা আমাদের দেবেন। তারপর আর দিলেন না। কংগ্রেসকে এত বছর ভোট দিয়েছেন। এ বার, তো তৃণমূলকে ভোট টা দিন। বিজেপি-কংগ্রেস-সিপিএম। জগাই-মাধাই-গদাই। এখন আরেক দল এসেছে। বিজেপির মতো একটা দল, সারাক্ষণ বিভেদের রাজনীতি করছে। তারা নাকি আবার সংখ্যালঘুদের রাজনীতি করে! তাদের কথা বলে! দাঙ্গা করে রাজনীতি! আমি বলি গেট লস্ট! আমরা কোনও বিভেদকে প্রশয় দিইনা। কোভিড নিয়ে সতর্ক থাকুন। মাস্ক না পরে যাবেন না। মাস্ক ছাড়া কিন্তু ভোট দেওয়া যাবে না। এখানে এনপিআর করতে দেব না। আপনার ধর্মকে, সংস্কৃতিকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। সবাইকে ধমকে চমকে হাত করেছে মোদী। আবার ধমকালে চমকালে আমি গর্জাই। অমিত শাহকে বাংলা দখল করতে দেব না। আপনারা ভোট দিন। তারপর আমি দেখব। শীতলকুচির পরিবারগুলোর কথা মাথায় আছে। ওদের বুলেটের বদলা চাই ব্য়ালট বক্স। বিজেপির গুন্ডারা খালি গুলি চালাতে জানে। নজরুল নিয়ে আদিখ্যেতা! নজরুল সাম্প্রদায়িক ছিলেন না। উনি শ্যামাসংগীত গেয়েছেন। মনে রাখবেন। আমরা কোনও সাম্প্রদায়িকতাকে মানি না। বিজেপিকে পগার পার করতে হবে। আপনাদের মাথা গুলোই যথেষ্ট। রামনবমীতে হিংসা চাই না। দাঙ্গা চাই না। ওষুধ তোমায় দিতে হবে, নয়তো তোমায় গদি ছাড়তে হবে, মোদী! বাইরে থেকে গুন্ডাদের তুলে এনেছে। :মমতা

  • 21 Apr 2021 03:33 PM (IST)

    জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার বদল

    ফের ভোটের মুখে পুলিশ সুপার (West Bengal elections 2021) বদল। জঙ্গিপুর পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হলেন সূর্যপ্রতাপ যাদব। এতদিন এই পদে ছিলেন ওয়াই রঘুবংশী। সূত্রের খবর, তিনি করোনা আক্রান্ত হন। ভোটের আবহে কাজে যাতে কোনওরকম সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে এরপরই বদল করা হয় পুলিশ সুপার।

    বিস্তারিত পড়ুন: ভোটের মুখে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার বদল

  • 21 Apr 2021 03:08 PM (IST)

    বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার বস্তা ভর্তি বোমা!

    উদ্ধার হওয়া বোমা, নিজস্ব চিত্র

    উত্তর দিনাজপুর: রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021 Phase 6)। তার আগে বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত রায়গঞ্জ। বুধবার সকালে, রায়গঞ্জ দেবীনগরের গোয়ালপাড়ায়  বিজেপি (BJP) বুথ কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল বস্তা ভর্তি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    বিস্তারিত পড়ুন: বিজেপি বুথকর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার বস্তা ভর্তি বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

  • 21 Apr 2021 02:32 PM (IST)

    পোস্টাল ব্যালটে ভোট ঘিরে উত্তেজনা বোলপুরে

    ব্যালট পেপারে ভোটগ্রহণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বোলপুরে (Bolpur)। বিজেপির অভিযোগ, শিক্ষকদের ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে। অথচ এখানে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নেই, ভোটবাক্সে নেই তালা। তাদের দাবি, এভাবে ভোটের অর্থ ভোট লুঠ হওয়া। এরপরই শুরু হয় চরম বিশৃঙ্খলা। বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধও রাখা হয়।

    বিস্তারিত পড়ুন: ‘বুথ জ্যামের কায়দায় পোস্টাল ব্যালটে ভোট’, তুমুল উত্তেজনা বোলপুরে

  • 21 Apr 2021 10:00 AM (IST)

    জগদ্দলে বোমাবাজি

    কাঁচরাপাড়া ১০ নম্বর ওয়ার্ডের মনসাপাড়া সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। কী কারণে বোমাবাজি, তার কোনও উত্তর নেই। ভোটের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই এই ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় নামানো হয়েছে র‍্যাফ। জগদ্দল বিধানসভা মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর বুথে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যরাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সরোজ পাল নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মানুষকে ভয় দেখানোর জন্য, যাতে মানুষ ভোট দিতে না যায় সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

  • 21 Apr 2021 10:00 AM (IST)

    অর্জুন-পুলিশ বচসা

    ঙ্গলবার মধ্যরাতে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাতের বাড়ির দরজায় কড়া নাড়িয়ে স্থানীয় বাসিন্দাদেরই জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। আর তারই প্রতিবাদ করায় অর্জন সিংয়ের সঙ্গে পুলিশের বচসা। সাংসদ পুলিশকে প্রশ্ন করেন, কেন তাঁরা বোমাবাজির ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন, রাতে তাঁদের বাড়িতে ঢুকে তল্লাশি করছেন? বোমাবাজিতে আসল অভিযুক্তদের খুঁজে বার করার দাবি তোলেন তিনি। তা নিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অর্জুন সিং। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।

  • 21 Apr 2021 09:59 AM (IST)

    টিটাগড়ে বোমা ফেটে মৃত ১, আহত ১

    টিটাগড়ে বোমা ফেটে মৃত্যু হল এক জনের। আহত আরও এক জন। মৃতের নাম রাজকুমার যাদব (২৭)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। মঙ্গলবার রাতে টিটাগড়ের জে সি রোড এলাকায় একটি বাড়িতে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। ধ্বংসস্তূপের নীচেই চাপা পড়ে ছিলেন দুই যুবক। স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। এক জনের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। বোমার আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন: লোকসভা নির্বাচনের স্মৃতি উসকাচ্ছে জগদ্দল-কাঁচরাপাড়া-টিটাগড়! ভোটের ঠিক আগেই বলি ১, বেপরোয়া বোমাবাজি

  • 21 Apr 2021 09:58 AM (IST)

    ঘাড় থেকে ছিন্ন করে দেওয়া হয়েছে গলা!

    ঘাড়ে কোপ দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে গলা! বোমাবাজিতে কংগ্রেস কর্মীর খুনের ঘটনার ২৪ ঘণ্টাও কাটার আগেই মুর্শিদাবাদে (Murshidabad) ফের রাজনৈতিক হিংসার বলি এক। ভোটের মুখেই (West Bengal Assembly Election 2021) এবার বোমাবাজিতে মৃত্যু হল এক তৃণমূল (TMC) কর্মীর। ঘটনাস্থল আবারও মুর্শিদাবাদের হরিহরপাড়াই। মৃত তৃণমূল কর্মীর নাম বাদল ঘোষ।

    নিজস্ব চিত্র

    বিস্তারিত পড়ুন: ঘাড় থেকে ছিন্ন করে দেওয়া হয়েছে গলা! কংগ্রেস কর্মীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই অধীর গড়ে একই জায়গায় খুন তৃণমূল কর্মী