AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার পরিচালনায় যিশু সেনগুপ্ত, ‘দুগ্গা মা এসেছে’ গান দিয়ে শুরু, কী বললেন নায়ক

বাংলা ছবির দুনিয়ায় অন্যতম চর্চিত খবর হলো, নায়ক যিশু সেনগুপ্ত এবার পরিচালক হলেন। দুর্গা পুজোর আগেই 'হোয়াই সো সিরিয়াস' প্রযোজনা সংস্থার তরফে 'দুগ্গা মা এসেছে' গানটি নিয়ে আসছেন যিশু সেনগুপ্ত আর অভিনেতা সৌরভ দাস। এই মিউজিক ভিডিয়োতে দেখা যাবে দর্শনা বণিক, ইন্দ্রাশিস রায় আর রাহুল মজুমদারকে। দক্ষিণপাড়া দুর্গোত্‍সব কমিটির জন্য এই গানটা তৈরি করেছে প্রযোজনা সংস্থা। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

এবার পরিচালনায় যিশু সেনগুপ্ত, 'দুগ্গা মা এসেছে' গান দিয়ে শুরু, কী বললেন নায়ক
| Edited By: | Updated on: Aug 26, 2025 | 7:48 AM
Share

বাংলা ছবির দুনিয়ায় অন্যতম চর্চিত খবর হলো, নায়ক যিশু সেনগুপ্ত এবার পরিচালক হলেন। দুর্গা পুজোর আগেই ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থার তরফে ‘দুগ্গা মা এসেছে’ গানটি নিয়ে আসছেন যিশু সেনগুপ্ত আর অভিনেতা সৌরভ দাস। এই মিউজিক ভিডিয়োতে দেখা যাবে দর্শনা বণিক, ইন্দ্রাশিস রায় আর রাহুল মজুমদারকে। দক্ষিণপাড়া দুর্গোত্‍সব কমিটির জন্য এই গানটা তৈরি করেছে প্রযোজনা সংস্থা। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

যিশু TV9 বাংলাকে জানালেন, ”শুধু গান নয়, তার মধ্যে একটা গল্প বলতে চেয়েছিলাম। সেটা মাথায় রেখেই তৈরি করেছি এই গান।” পরিচালনার ব্যাপারে তিনি কতটা সিরিয়াস? ”ভীষণ সিরিয়াস। পরিচালনা করার ব্যাপারে আমার আগ্রহ ক্রমশ বাড়ছে। আমি জীবনে অনেক ‘জলছবি’ করেছি। এমন অনেক সময়ে হতো, বিভিন্ন দৃশ্য আমাকেই পরিচালনা করে নিতে হয়েছে। বাংলা ধারাবাহিকে এপিসোড ডিরেক্টর হিসাবেও কাজ করেছি। এত বছর ধরে কাজ করার কারণে বিভিন্ন পরিচালকের থেকেও অনেক কাজ শিখেছি। যেমন ঋতুদার (ঋতুপর্ণ ঘোষ) থেকে অনেক কাজ শিখেছি। আমার মনে হয়, ছবি পরিচালনার কাজ পারব। কেমন হবে, সেটা অবশ্যই দর্শকরা বিচার করবেন”, বললেন যিশু।

যিশু-সৌরভের এই প্রযোজনা সংস্থা বাংলা ভাষায় বিভিন্ন কনটেন্ট তৈরির দিকেও মন দিতে চায়। কোন ছবি এই প্রযোজনা সংস্থা থেকে প্রথম আসবে, তা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। দু’ টো-তিনটে কনসেপ্ট নিয়ে তাঁরা চর্চা শুরু করে দিয়েছেন, সে কথা প্রযোজনা সংস্থার অফিসে বসেই জানালেন যিশু আর সৌরভ।

দু’ জনের প্রযোজনা সংস্থা গড়ার ব্যাপারটা বেশ মজার। এক সময়ে যিশুর সঙ্গে সৌরভের মতবিরোধ হয়েছিল। দু’-তিন বছর তাঁরা কথা বলেননি। তারপর সেলিব্রিটি ক্রিকেট লিগের সূত্র ধরে দু’ জনের সখ্য বাড়ে। যিশু বলছিলেন, ”সৌরভ মানুষ হিসাবে অনেকটাই বদলে গিয়েছে। ও আমাকে জানিয়েছিল, একটা প্রযোজনা সংস্থা গড়ে তোলার ক্ষেত্রে ওঁর আগ্রহ আছে। তারপর আমি ওঁকে একসঙ্গে এই প্রযোজনা সংস্থা তৈরি করার প্রস্তাব দিই। প্রথমে শুনে ও চুপ করে যায়! এটা ওঁর কাছেও স্বপ্ন পূরণের মতো। আমার জন্মদিনে এই প্রযোজনা সংস্থা রেজিস্টার্ড হয়েছে, সেই ব্যাপারে আমি খুব ইমোশনাল।”

এর আগে নীলাঞ্জনা শর্মার সঙ্গে যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা ছিল। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের কারণে কি নতুনভাবে প্রযোজনা শুরু করলেন? যিশু বললেন, ”আমি একটা প্রযোজনা সংস্থা তৈরি করতে চাইছিলাম। নীলাঞ্জনার সঙ্গে প্রযোজনা সংস্থা থাকলে হয়তো এটা তৈরি হতো না। তবে নীলাঞ্জনা বেশ কয়েকটা কাজ করছে। বেশ ভালো কাজ করছে। ওঁকে শুভেচ্ছা জানাই। আমি ওই প্রযোজনা সংস্থার অংশ হলে হয়তো সৌরভের সঙ্গে জুটি হতো না (সৌরভের দিকে তাকিয়ে হেসে)! আমরা অনেক ভালো কনটেন্ট তৈরি করতে চাই। খুব মন দিয়ে কাজ করছি দু’ জনে।”

বাংলা, হিন্দি বা দক্ষিণী ছবিতে নিয়মিত অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন যিশু সেনগুপ্ত। তবে এবার তাঁর পরিচালিত গান বা ছবি দেখার জন্য যে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে, তা নিয়ে সংশয় নেই। এই সপ্তাহেই মুক্তি পাবে যিশু সেনগুপ্ত পরিচালিত নতুন দুর্গাপুজোর গান।