বিচ্ছেদের গুঞ্জন মধ্যেই সোজাসাপটা অভিষেক! বললেন, ‘বাবা-মায়ের সঙ্গে থাকি না..’
Abhishekh-Aishwarya; প্রায় এক বছর অতিক্রান্ত হতে চলল। অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের অবনতি নিয়ে চর্চা সব মহলে। শোনা যাচ্ছে, সম্পর্কের সমীকরণ নাকি একেবারে তলানিতে।
প্রায় এক বছর অতিক্রান্ত হতে চলল। অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের অবনতি নিয়ে চর্চা সব মহলে। শোনা যাচ্ছে, সম্পর্কের সমীকরণ নাকি একেবারে তলানিতে। এও শোনা যাচ্ছে একসঙ্গে থাকছেন না তাঁরা। জানা গিয়েছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে এই মুহূর্তে মায়ের কাছে রয়েছেন ঐশ্বর্যা। এ সবের মধ্যেই ভাইরাল অভিষেক বচ্চন। ভাইরাল তাঁর বলা এক কথা।
অমিতাভ বচ্চনের শখের বাড়ি ‘জলসা’। এতদিন সবাই জানতো স্ত্রী-কন্যাকে নিয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন অভিষেক বচ্চন। তবে তা নাকি সত্যি নয়! এ কথা জানিয়েছেন খোদ অভিষেক। জানিয়েছেন জলসা তাঁর থাকার জায়গা নয়। তিনি থাকেন ‘বৎস’তে। বৎস ও জলসার দূরত্ব খুব একটা দূরে নয়। বাবা-মায়ের সঙ্গে না থাকলেও বাবা-মায়ের পাশেই এই বৎস অবস্থিত তাঁদের বাড়ি।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে সবটাই। শোনা যাচ্ছে এক ছাদের তলায় না থাকলে আইনি বিচ্ছেদ নেবেন না তাঁরা। হাঁটবেন দিদি শ্বেতার পথ ধরেই। ‘ডিভোর্স’ হয় না বচ্চন পরিবারে! তাই পরিবারের সম্মান থাকতে ‘সেপারেটেড’ হলেও ডিভোর্স তকমা নাকি না নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন ওঁরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি মুখ খোলেননি কেউই।