১৮ তম বিবাহবার্ষিকীতেই স্পষ্ট হয়ে গেল ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কের সত্যতা
যদিও দেখতে দেখতে তাঁরা পা রাখলেন বৈবাহিক জীবনের ১৮ বছরে। ২০০৭ সালের ২০ এপ্রিল, মুম্বইয়ে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা।

বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক ঘিরে চর্চা প্রথম থেকেই তুঙ্গে। তাঁদের প্রেম থেকে বিয়ে, সন্তান সবটা সময়ের সঙ্গে সঙ্গে ঘটলেও তাঁদের সম্পর্ক নিয়ে যেন এক শ্রেণির মনে আস্থা কিছুতেই আসছে না। ফলে বিয়ের ১৮ বছর পরও তাঁদের বিচ্ছেদ নিয়ে শুনতে হয় নানা গুঞ্জন। রাতারাতি ছড়িয়ে পড়ে এমন অনেক খবর, যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলে দেয় অনুরাগীদের কপালে। যদিও দেখতে দেখতে তাঁরা পা রাখলেন বৈবাহিক জীবনের ১৮ বছরে। ২০০৭ সালের ২০ এপ্রিল, মুম্বইয়ে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা।
যদিও বর্তমানে তাঁদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম জলঘোলা হচ্ছে না। কয়েকদিন আগেও শোনা গিয়েছিল তাঁরা নাকি এই সম্পর্কে ইতি টানতে চলেছেন। যদিও বিবাহবার্ষিকীর দিন ঐশ্বর্য সোশ্যাল মিডিয়ায় এক পারিবারিক ছবি পোস্ট করে জানিয়ে দেন, সবটাই মিথ্যে রটনা। ছবিতে দেখা যাচ্ছে, মেয়ে আরাধ্যাকে মাঝে রেখে অভিষেক ও ঐশ্বর্য দুজনেই হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। আরাধ্যা মা-বাবার মাঝখানে দাঁড়িয়ে, মা’কে আলতো জড়িয়ে ধরে আছে, আর অভিষেক এক হাতে দু’জনকেই আঁকড়ে রেখেছেন। অনুরাগীরা এই পোস্ট দেখে লিখেছেন, “এই ভালবাসাই আসল শক্তি”। কেউ লিখেছেন “এই পোস্ট সব গুজবের যোগ্য জবাব”।
এই ছবি সামনে আসতেই আবারও চর্চায় উঠে এসেছে তাঁদের সম্পর্ক। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যে ফাটল দেখা দিয়েছে। তবে এই ছবি সেই সমস্ত জল্পনায় ইতি টেনেছে বলেই মত নেটিজেনদের। এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছেলে কনার্কের বিবাহ অনুষ্ঠানে। আরাধ্যার জন্মদিন এবং স্কুল অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যায়।
