AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চাপে পরে বি-গ্রেড ছবিতে অভিনয়, অমিতাভের জায়গা নিয়েই হারিয়ে যান এই নায়ক

এসময় এক দুর্ঘটনায় তাঁর পা প্রায় কাটা যাওয়ার উপক্রম হয়। দীপকের মতে, সেই দুর্ঘটনাই তাঁর ব্যক্তিগত জীবনের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। দুর্ঘটনার সময় তাঁর স্ত্রী ছিলেন আট মাসের গর্ভবতী। বিদেশ থেকে ফিরে ৩৮০টি সেলাই সহ দীপক দেখতে পান, স্ত্রীর তাঁর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে।

চাপে পরে বি-গ্রেড ছবিতে অভিনয়, অমিতাভের জায়গা নিয়েই হারিয়ে যান এই নায়ক
| Edited By: | Updated on: Oct 14, 2025 | 3:19 PM
Share

একসময় মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে ৮০’র দশকে বলিউডে পা রাখেন দীপক পরাশর। তৎকালীন সময়ের জনপ্রিয় নায়িকাদের সঙ্গে কাজ করে কিছু হিট ছবিও উপহার দেন তিনি। শুরুতে তাঁকে ‘নতুন অমিতাভ বচ্চন’ হিসেবে তুলে ধরা হয়েছিল অনুরাগীদের সামনে। তবে দীপক দাবি করেছেন, এই প্রচারণার পেছনে তাঁর কোনও হাত ছিল না এবং তিনি নিজে গিয়ে অমিতাভের সঙ্গে বিষয়টি পরিষ্কার করেছিলেন।

কিন্তু ভাগ্যের পরিহাসে তাঁর কেরিয়ার সেভাবে স্থায়ী হয়নি। একসময় বাধ্য হয়ে রামসে ব্রাদার্সের পরিচালনায় বি-গ্রেড ভৌতিক ছবিতে অভিনয় করতে হয় তাঁকে। দীপক বলেন, “আমি এক ছেলের ছবিতে কাজ করেছিলাম, তারপর রামসে সাহেবের বাকি ছয় ছেলে আমার পেছনে পড়ে গেল। আবেগের বশে না করতে পারিনি। জানতাম এগুলো এ-গ্রেড ছবি নয়, কিন্তু আবেগ আমাকে বাধ্য করেছিল।”

এসময় এক দুর্ঘটনায় তাঁর পা প্রায় কাটা যাওয়ার উপক্রম হয়। দীপকের মতে, সেই দুর্ঘটনাই তাঁর ব্যক্তিগত জীবনের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। দুর্ঘটনার সময় তাঁর স্ত্রী ছিলেন আট মাসের গর্ভবতী। বিদেশ থেকে ফিরে ৩৮০টি সেলাই সহ দীপক দেখতে পান, স্ত্রীর তাঁর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে। কিছুদিন পর স্ত্রী তাঁকে জানিয়ে দেন, “আমি তোমাকে গ্ল্যামার দুনিয়ার জন্য বিয়ে করেছিলাম।”

দীপকের বিশ্বাস ছিল স্ত্রী আবার ফিরে আসবেন। কিন্তু সেটা হয়নি। বরং তিনি সব অর্থ, সোনা-গহনা নিয়ে চলে যান এবং মেয়েকেও সঙ্গে নিয়ে যান। দীপক বলেন, “আমার মা টাকা আনতে বললে দেখি ঘরে কিছু নেই। ব্যাংক লকারও খালি।” তাঁর স্ত্রী নাকি পরে ইন্ডাস্ট্রির মানুষদের কাছেও দীপক সম্পর্কে নানা গুজব ছড়ান বলে অভিযোগ করেছিলেন নায়ক।