AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী, পাত্র কে জানেন?

টলিপাড়ায় খুশির খবর! নায়িকা তনুশ্রী চক্রবর্তী বিয়ে করলেন। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। তবে শহরে বিয়ে সারেননি নায়িকা। তাঁর বিয়ের অনুষ্ঠান হয়েছে লাস ভেগাসে। এলাহি আয়োজনের মধ্যেই জীবনসঙ্গী বেছে নিয়েছেন তনুশ্রী। হিরের আংটি দিয়ে নায়িকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তাঁর বর সুজিত,  বরের জন্য ফ্লোরিডাতে ট্রিপ প্ল্যান করছেন তনুশ্রী। 

সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী, পাত্র কে জানেন?
| Edited By: | Updated on: Nov 28, 2025 | 7:35 AM
Share

টলিপাড়ায় খুশির খবর! নায়িকা তনুশ্রী চক্রবর্তী বিয়ে করলেন। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। তবে শহরে বিয়ে সারেননি নায়িকা। তাঁর বিয়ের অনুষ্ঠান হয়েছে লাস ভেগাসে। এলাহি আয়োজনের মধ্যেই জীবনসঙ্গী বেছে নিয়েছেন তনুশ্রী। হিরের আংটি দিয়ে নায়িকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তাঁর বর সুজিত,  বরের জন্য ফ্লোরিডাতে ট্রিপ প্ল্যান করছেন তনুশ্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত ‘ডিপ ফ্রিজ’। তাঁর স্ক্রিনিংয়ে শহরে ছিলেন না নায়িকা। বেশ কিছুদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। নায়িকাকে ঘিরে এবার যাবতীয় রহস্যের জট কাটলো। TV9 বাংলাকে তনুশ্রী বললেন, ”একজন বন্ধুর মাধ্যমে আলাপ। ইউএসএ গিয়ে দেখা হয়েছিল। তারপর আমি দেশে চলে আসি। পাঁচ মাস ধরে প্রেম চলছিল। দু’ জনে দু’ জনকে ভালোবেসে ফেলেছি। তবে এত তাড়াতাড়ি বিয়ে করব ভাবিনি।” লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী তাঁর প্রেমিকের সঙ্গে। এদিকে তিনি যে বিয়ের তোড়জোড় করে ফেলেছেন, বুঝতে পারেননি। পৌঁছে দেখেন বিয়ের আয়োজন সারা! তখন ভিডিয়ো কলে বাবা-মাকে রেখে বিয়ে সেরেছেন নায়িকা। ভেগাসে বিয়ের আয়োজন ছিল স্বপ্নের মতো, সে কথা বিস্তারিত জানালেন নায়িকা।

তনুশ্রী বললেন, ”সময়টা পাঁচ মাস হলেও আমরা একে-অন্যের খুবই কাছে চলে এসেছি। দেশে ফিরেই বিয়ে করব ভেবেছিলাম। তবে বিয়েটা যে এখানেই হয়ে যাবে, সেটা ভাবিনি। ও আমার কাজকে ভীষণ রেসপেক্ট করে। সেটাই প্রধান ভালোলাগার জায়গা।” সুজিতের শহরও কলকাতা। যদিও গত ২৮ বছর ধরে তিনি ইউএসএ-তে রয়েছেন। আগামী দিনে তনুশ্রী দেশ-বিদেশ মিলিয়েই থাকবেন, তেমনটা জানালেন। অভিনয় করা একেবারেই থামাবেন না, সেটা স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। তনুশ্রীর বিয়ের খবর পেয়ে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাঁর অনুরাগীরা। টলিপাড়ার নেমন্তন্ন খাওয়ার দিন কবে, সেই দিকে নজর থাকবে। আপাতত তনুশ্রীর গলার উচ্ছ্বাস বলে দিল, তিনি দারুণ সময় কাটাচ্ছেন।