কোন বেআইনি কাজ বন্ধ করতে দিল্লি হাইকোর্টে মামলা করলেন করণ?
করণ জোহরও একই ধরনের সমস্যা থেকে বাঁচতেই এখন আদালতের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি তারকাদের গতিবিধিতে কড়া নজর রাখা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞাপনের মুখ হওয়া কিংবা কোনও সংস্থা বা পণ্যের প্রচার করার ক্ষেত্রে তাঁদের দায়বদ্ধতাকে এড়িয়ে যাওয়া যায় না।

পরিচালক-প্রযোজক করণ জোহর এবার দিল্লি হাই কোর্টে মামলা করলেন মামলা। বিষয়– যাতে তাঁর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে কেউ যেন বেআইনিভাবে পণ্য বিক্রি বা বাণিজ্য না করতে পারে। এবার তিনি তাঁর পার্সোনালিটি রাইটস বা ব্যক্তিত্বগত অধিকার রক্ষার আবেদন জানালেন।
তাঁর আগে এই এখই পথে হেঁটে হাই কোর্টে গিয়েছিলেন অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। আদালত তাঁদের পক্ষে রায় দিয়ে জানায়, অভিষেক ও ঐশ্বর্যর নাম, ছবি ও স্বাক্ষর তাঁদের অনুমতি ছাড়া ব্যবহার করে একাধিক ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্ম মুনাফা লুটছে। এই কাজ তাঁদের সুনাম-ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। বিচারপতি তেজস কারিয়া জানিয়েছিলেন, এটি পরিষ্কার যে অভিষেকের AI ও ডিজিটাল টুল ব্যবহার করে বেআইনিভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাই এই বেআইনি কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অতীতে অমিতাভ বচ্চনও এই পদক্ষেপ করেছিলেন।
এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছে Etsy, Tee Public, Wallpaper Cave, এবং একাধিক ইউটিউব চ্যানেল। করণ জোহরও একই ধরনের সমস্যা থেকে বাঁচতেই এখন আদালতের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি তারকাদের গতিবিধিতে কড়া নজর রাখা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞাপনের মুখ হওয়া কিংবা কোনও সংস্থা বা পণ্যের প্রচার করার ক্ষেত্রে তাঁদের দায়বদ্ধতাকে এড়িয়ে যাওয়া যায় না। তাঁদের ওপর আস্থা রেখেই গ্রাহকের বিভিন্ন সংস্থার ওপর আস্থা রাখেন। সেই মুখ বা পরিচিতি ব্যবহার করে গ্রাহকদের ঠকানোর কাজে এবার লাগাম আনতে মরিয়া খোদ সেলিব্রিটিদের একাংশ।
