Viral Image: ভয়ে এ কি দশা রাই-সুন্দরীর, বিপরীতে লাল চোখে আশুতোষ রানা, নেটদুনিয়ায় ভাইরাল এ কোন ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 12, 2022 | 2:57 PM

Aishwarya Rai Bachchan: পুরোনো ছবির ফ্রেমে ভাইরাল ঐশ্বর্য, বিপরীতে আশুতোষ রানা, ছবি দেখে নানা জনের নানা মত।

Viral Image: ভয়ে এ কি দশা রাই-সুন্দরীর, বিপরীতে লাল চোখে আশুতোষ রানা, নেটদুনিয়ায় ভাইরাল এ কোন ছবি

Follow Us

ইন্টারনেটের দুনিয়ায় নেটপাড়ার নজরের আড়ালে কিছুই থাকে না। কখনও পুরোনো ছবি ঘিরে তোলপাড়, কখনও আবার গোপন রহস্য ফাঁস করে ঝড় তোলা ভক্তমহলে। আর এবার সেই প্রসঙ্গে নাম উঠে এলো ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসছে বচ্চনবধূর এ কোন ছবি, চোখে মুখে ভয়ের ছাপ, বিপরীতে এক দস্যু তাঁকে চেপে ধরে রেখেছে, নব্বইয়ের দশকে এই ছবি ঐশ্বর্যর ভক্তমহল এবার খুঁজে আনল প্রকাশ্যে। বি-টাউনে তখন ধীরে ধীরে অধিকার বিস্তারের পালা। ভালোই কাজ করছিলেন ঐশ্বর্য।

বিশ্ব সুন্দরীর তকমা, সঙ্গে বি-টাউনে একের পর এক কাজ করছেন তিনি। তখনই হাতে প্রস্তাব আসে হাম পঞ্ছি এক ডালকে ছবির। ১৯৯৬ সালে এই ছবি মুক্তি পেয়েছিল। বিপরীতে ছিলেন সুনীল শেট্টি। এক সাক্ষাৎকারে ঐশ্বর্য রাই বচ্চন জানিয়ে ছিলেন সুনীল একেবারে শিশুর মত, সেই ছবিতেই নজরকাড়া অভিনয় করেছিলেন আশুতোষ রানা। যা দেখে রীতিমত শিউরে উঠতে হয়। তবে ভাইরাল  হওয়া ছবিতে যে ঐশ্বর্যের বিপরীতে থাকা মানুষটি আশুতোষ রানা, তা এক কথায় বোঝা দায়। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এই দৃশ্য দেখে ভরতে থাকা কমেন্ট বক্স উঠে আসে ফিরোজ খানের প্রসঙ্গ।

এক ঝলকে দেখলে সেই স্টারের কথাই মনে পড়ে যায়। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে গড়ে বর্তমানে ঐশ্বর্য রাই বচ্চন বি-টাউনের টপ সেলেব। তবে হাতে ছবির সংখ্যা নেহাতই কম। সেভাবে আর পর্দায় পাওয়া যায় না তাঁকে। অ্যায় দিল হ্যায় মুশকিল ছবি দিয়েই হিট জার্নির সফর ইতি। বর্তমানে ভক্তরা মুকিয়ে আছে কবে আবার এই স্টারকে দেখা যাবে! তবে ভালো চিত্রনাট্যের অপেক্ষায় তিনি। নিজেকে বলিউড থেকে সরিয়ে নেননি ঐশ্বর্য। ফ্যাশন দুনিয়ায় নিত্য আনাগোনা, এছাড়াও বি-টাুনের অন্দরমহলের পার্টি হোক বা সেলিব্রেশন, ঐশ্বর্যের লুক যেন মুহূর্তে সকলের ওপর থেকে ফোকাস কেড়ে নিতে যথেষ্ট। অন্যদিকে আশুতোষ রানাকেও দেখা যাবে অক্ষয় কুমারের আগামী ছবিতে।

আরও পড়ুন: Siddhant Chaturvedi: সিদ্ধান্ত কি ‘বিশ্বাসঘাতক’, তা হলে সমুদ্র সৈকতে এটা কী করলেন লুঙ্গি পরে?

আরও পড়ুন: Jubin Nautiyal Marriage: রূপকথার প্রেম, নরম তুলতুলে! তা হলে কি বিয়ের দিন আগত জুবিন নটিয়ালের?

আরও পড়ুন: Bengali Serial-Bengali Audience: “দর্শকের ভাল লাগেনি বলে গল্প পাল্টেছি, এরকম কোনওদিনও করিনি”, সাফ জানালেন লীনা গঙ্গোপাধ্যায়

Next Article