অভিষেকের পাশে বসেই ঐশ্বর্য… , বিচ্ছেদ ভুল নেটপাড়ার এবার চাই সলমন
Aishwarya Relationship Controversy: ছোট্ট আরাধ্যাও এদিন সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিল। কখনও প্রকাশ্যে এসেছেন তাঁর নতুন হেয়ার স্টাইলের ছবি, কখনও আবার মা বাবার সঙ্গে অনুষ্ঠান উপভোগ করার ভিডিয়ো হতে দেখা গেল ভাইরাল হতে।
ঐশ্বর্য রাও বচ্চন ও অভিষেক বচ্চন। এই জুটিকে নিয়ে বেশ কিছু মাস ধরেই নানা জল্পনা তুঙ্গে। শোনা যায় তাঁদের মধ্যে সম্পর্কের বনিবনা একেবারেই নেই। তাঁরা একে অন্যের থেকে বর্তমানে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে চলেছেন। তবে বাস্তব ছবি তেমনটা বলছে না। একাধিকবার বিচ্ছেদের জল্পনা তু্ঙ্গে উঠলেও কোথাও গিয়ে যেন তাঁদের নিয়ে এবার নয়া খবর আসছে সামনে। ঐশ্বর্য ও অভিষেক একে অন্যের পাশাপাশি দাঁড়িয়ে ছবি তো তুলেছেন অনেক, তবে সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশের দাবি ছিল, তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও মজবুত নয়। কেবল মেয়ের মুখের দিকে তাকিয়ে তাঁরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।
এই জুটি কোনওদিনই নাকি প্রকাশ্যে জানিয়ে দেবেন না যা তাঁদের মধ্যে সম্পর্ক আর স্বাভাবিক নেই, ঘনিষ্ঠসূত্রে মিলেছিল এমনই খবর। তবে এবার আম্বানি পরিবারের ডাকে গোটা বচ্চন পরিবার একসঙ্গে হাজির হলেন জামনগরে। ছোট্ট আরাধ্যাও এদিন সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিল। কখনও প্রকাশ্যে এসেছেন তাঁর নতুন হেয়ার স্টাইলের ছবি, কখনও আবার মা বাবার সঙ্গে অনুষ্ঠান উপভোগ করার ভিডিয়ো হতে দেখা গেল ভাইরাল হতে।
View this post on Instagram
এবার তাঁদের পাশাপাশি দেখে বিচ্ছেদের খবর খানিক দমে গেলেও, নেটিজেনদের চাহিদা এবার অন্য। তাঁদের দাবি ঐশ্বর্য্যের পাশে নাকি ‘বেমানান’ অভিষেক বচ্চন। এবার চাই সলমন খান। কেউ লিখলেন, পাশে সলমনকেই মানায়। কেউ আবার লিখলেন, সলমন ভাই কই। যদিও ঐশ্বর্য ও সলমন খান যে কোনওদিন একফ্রেমে কাজ করবেন না, তা এক কথায় স্পষ্ট। একবার নয়, একাধিকবার তা নিয়ে জল্পনা উঠেছিল তুঙ্গে। ঐশ্বর্য নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি কোনও দিন সলমনের সঙ্গে কাজ করতে পারবেন না।