অজয় দেবগন পরিচালিত তৃতীয় ছবি ‘রানওয়ে ৩৪’ মুক্তি পেতে চলেছে এই বছর ২৯ এপ্রিল। তিনি নিজেও এই ছবিতে অভিনয় করেছেন। ক্যাপ্টেন বিক্রান্ত খান্না রূপে তাঁকে পাওয়া যাবে। ছবিতে অমিতাভ বচ্চন করেছেন নারায়ণ বেদান্ত-এর চরিত্র। অমিতাভ এবং অজয়ের চরিত্রের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। থ্রিলার ছবি এটি। পরিচালকের দাবি, সিনেমার ক্ল্যাইম্যাক্স অবধি দর্শক বুঝতে পারবে না কী হচ্ছে কেন হচ্ছে। দুজনের মত পার্থক্য খুব সুন্দরভাবে ছবিতে তুলে ধরা হয়েছে। ছবির ট্রেলার লঞ্চে পরিচালক অজয় জানান, এই ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করতে রাজি না হলে তিনি হয়তো এই ছবি তৈরিই করতেন না।
অজয় বলেন, “এই ছবিতে মিস্টার বচ্চন যে চরিত্রে অভিনয় করছেন, তিনি যদি রাজি না হতেন এই চরিত্রটি করতে, তাহলে এই চরিত্রের জন্য আমি অন্য কাউকে ভাবতেই পারতাম না। আমি তাঁকে ছোট থেকে চিনি। ছোটবেলায় প্রায়ই তাঁকে সেটে দেখেছি, পরে তাঁর সঙ্গে ৬টি ছবিতে কাজ করা সুযোগ পেয়েছি”। প্রসঙ্গত, টিনু আনন্দ পরিচালিত ‘মেজর সাব’ ছবিতে তিনি আংশিক পরিচালক হিসেবে কাজ করেন। কারণ টিনু অসুস্থ হয়ে পড়েন শুটিং চলাকালীন। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন ৭৯ বছরের অ্য়াংরি ম্যান অমিতাভ। তবে ‘রনওয়ে’-এর মাধ্যমে পুরোপুরি তাঁকে পরিচালনার করার সুযোগ পেলেন অজয।
অমিতাভ সম্পর্কে তিনি আর যোগ করেছেন, কাজের প্রতি অমিতাভ বচ্চনের একাগ্রতা তাঁকে ভাল কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাঁর সম্পর্কে কিছু বলা বোকা বোকা মনে হবে। তাঁর মতো কঠোর পরিশ্রমী মানুষ তিনিই কমই দেখেছেন বলে জানালেন অজয়। তাঁর সঙ্গে এও মনে করেন, কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছেন তিনি বিগবি-র থেকে। সত্যি ঘটনার উপর তৈরি ‘রানওয়ে ৩৪’। ছবির গল্প শুনে খুবই উৎসাহী হয়েছিলেন তিনি জানান অজয়। ছবিতে রকুলপ্রীত সিং, বোমান ইরানি অভিনয় করেছেন বিশেষ চরিত্রে।
আরও পড়ুন:Prabhas-‘Baahubali: ‘বাহুবলী কেরিয়ার’ পরিবর্তন করে দিয়েছে, কেন বলছেন প্রভাস?