‘ঘরের বায়োস্কোপ ২০২৫’-এ নজর কাড়ল ‘পুলিশ ফাইলস’, আকাশ আটের ক্রাইম সিরিজকে বিশেষ সম্মান
যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই উদ্যোগ এখন টক অফ টাউন। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ।

বছর শেষে ফের হাজির TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’ গত দুবছরের মতো এবারও রঙিন মলাটে মোড়া TV9 বাংলার এই প্রয়াস। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই উদ্যোগ এখন টক অফ টাউন। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। এবার বিচারক মণ্ডলীর তালিকায় ছিলেন,– কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া।
TV9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’-এ এবার বিশেষ সম্মানে সম্মানিত করা হল ‘আকাশ আট’ চ্য়ানেলের জনপ্রিয় টিভি সিরিজ ‘পুলিশ ফাইল’কে। যে পুলিশ ফাইল, শহর কলকাতা, বাংলার কোনে ঘটে যাওয়া নানান অপরাধমূলক গল্পকে টিভির পর্দায় তুলে ধরে নাটকীয় রূপান্তরে। পুলিশ ফাইলস ধারাবাহিকের উপস্থাপনা এতটাই রোমহর্ষক ও রোমাঞ্চে ঘেরা যে চোখের সামনে যে ভেসে ওঠে ক্রাইম ডায়েরির প্রতিটি পাতা। অভিনেতাদের অভিনয় থেকে শুরু করে, টান টান চিত্রনাট্য, বাংলার ড্রয়িং রুমকে বুঁদ করে রাখে। এমন একটি জনপ্রিয় সিরিজকে সম্মান জানাতে পেরে সত্য়িই গর্বিত TV9 বাংলা। ২০০৩ সাল থেকে শুরু হওয়া এই সিরিজ যেন আরও মানুষের কাছে পৌঁছে যায়, সেই শুভেচ্ছা রইল পুলিশ ফাইলের গোটা টিমকে।
