Alia Bhatt-Ranbir Kapoor: আলিয়া-রণবীরের মেয়ে রাহার জন্ম ৬ তারিখেই কেন? আসল কারণ এ বার সামনে
নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব নিয়ে আজকাল অনেকের আগ্রহ বেড়েছে। সেলিব্রিটিরা তো বটেই, সাধারণ লোকজনও আজকাল নানা শুভ কাজ দিনক্ষণ দেখে করে থাকেন। বিখ্যাত অ্যাস্ট্রো-নিউমেরোলজিস্ট শ্বেতা জুমানি এক পডকাস্টে জানিয়েছেন, আজকাল নম্বর ৬ এর বিরাট কদর।

নিউমেরোলজি (Numerology) অর্থাৎ সংখ্যাতত্ত্ব নিয়ে আজকাল অনেকের আগ্রহ বেড়েছে। সেলিব্রিটিরা তো বটেই, সাধারণ লোকজনও আজকাল নানা শুভ কাজ দিনক্ষণ দেখে করে থাকেন। সেখানে যেমন বিয়ের তারিখ থাকে, তেমনই অনেকে সন্তানের জন্মের তারিখও ডাক্তারের বলার জায়গায় আগেভাগে সংখ্যাতত্ত্বের সঙ্গে মেলানোর চেষ্টা করেন। এই যেমন আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) একমাত্র মেয়েকেই যদি দেখেন, রাহার জন্মদিন ৬ নভেম্বর ২০২২। এই সেলেব জুটির মেয়ে বেজায় মিষ্টি। তবে ৬ তারিখেই কেন রাহার জন্ম দিয়েছিলেন আলিয়া, সেই রহস্য এ বার সকলের সামনে।
বিখ্যাত অ্যাস্ট্রো-নিউমেরোলজিস্ট শ্বেতা জুমানি এক পডকাস্টে জানিয়েছেন, আজকাল নম্বর ৬ এর বিরাট কদর। যার ফলে একাধিক সেলিব্রিটি পরিকল্পনা করে ৬ তারিখে তাঁদের সন্তানের জন্ম দিচ্ছেন। শ্বেতা বলেন, ‘আলিয়া ভাট জেনে শুনেই নভেম্বরের ৬ তারিখ মেয়েকে এই দুনিয়ায় নিয়ে এসেছে। আমাকে বলে এটা করেনি। কারণ আজকাল এগুলো জিজ্ঞাসা করার খুব একটা প্রয়োজন পড়ে না। ইন্টারনেটে সবকিছু রয়েছে। শুধু ভারতেই নয়, সারা বিশ্বে সংখ্যাতত্ত্ব ছড়িয়ে পড়েছে। সকলেই জানে কোন নম্বরগুলো ভাল, কোনগুলো খারাপ। প্রচুর কথাবার্তা হচ্ছে।’
৬ নম্বরের আসল পাওয়ার কী? শ্বেতার কথায়, ‘আজকাল সকলে ৬ নম্বরের পাওয়ার বুঝতে পেরেছে। ৬ হল শুক্র। আর শুক্রর অর্থ ভালবাসা, শান্তি, সৌন্দর্য, ছন্দ। আর এগুলো প্রত্যেকের চাই। তাতে পকেটে যতই টাকা থাকুক না কেন। বাড়ির নীচে রোলস রয়েস দাঁড়িয়ে থাকুক, সেটাই সকলে চায়। কলিযুগে শুক্রর শাসন চলছে। তাই এই গ্রহ এখন সবকিছু করছে। আর প্রত্যেকেই এই জিনিসগুলো চাইছে। আর ৬ এগুলো খুব সহজেই দিয়ে দেয়। তাই কারও বাড়িতে পরিবারের একজনের জন্ম যদি ৬ তারিখে হয়, তা হলে পুরো পরিবার এমনিই ঠিক হয়ে যায়।’
View this post on Instagram
