AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্মদিনের আগাম সেলিব্রেশন, ‘জঞ্জির’-এর সুপারহিট সংলাপ অমিতাভের মুখে

এই সংলাপ শুনেই মুগ্ধ জাভেদ আখতার, যিনি নিজেই এই ছবির চিত্রনাট্যের সহ-লেখক ছিলেন। ফারহান বেশ উপভোগ করলেন সেই মুহূর্ত। পরিচালক প্রকাশ মেহরা নির্মিত ‘জঞ্জির’ সিনেমা ছিল সত্তরের দশকের এক আইকনিক টার্নিং পয়েন্ট, যেখানে অমিতাভ প্রথম ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন।

জন্মদিনের আগাম সেলিব্রেশন, ‘জঞ্জির’-এর সুপারহিট সংলাপ অমিতাভের মুখে
| Edited By: | Updated on: Oct 05, 2025 | 10:01 PM
Share

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন ১১ অক্টোবর পা রাখতে চলেছেন ৮৩ বছরে। আর সেই বিশেষ দিন সেলিব্রেশন উপলক্ষ্যেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (KBC) মঞ্চে হয়ে গেল বিশেষ সেলিব্রিশন। একদিকে যেমন ছিল কেক কাটা ও শুভেচ্ছার বন্যার, তেমনই ছিল একরাশ নস্টালজিয়া—যা মুহূর্তে ছুঁয়ে যায় দর্শকের মন।

বিশেষ এপিসোডে উপস্থিত ছিলেন বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার ও তাঁর ছেলে, অভিনেতা-পরিচালক ফারহান আখতার। বাবা-ছেলের জুটিকে দেখে আপ্লুত হয়ে পড়েন বিগ বি। কেক কেটে অনুষ্ঠান শুরু করেন অমিতাভ। তবে চমক ছিল তখনও বাকি। অমিতাভ নিজেই মঞ্চে দাঁড়িয়ে বললেন তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো সিনেমা ‘জঞ্জির’-এর সেই বিখ্যাত সংলাপ— “যতক্ষণ না বসতে বলা হচ্ছে দাঁড়িয়ে থাকো, এটা থানা, তোমার বাবার বাড়ি নয়। (Jab tak baithne ko na kaha jaaye, khade raho. Yeh police thana hai, tumhare baap ka ghar nahi)।”

এই সংলাপ শুনেই মুগ্ধ জাভেদ আখতার, যিনি নিজেই এই ছবির চিত্রনাট্যের সহ-লেখক ছিলেন। ফারহান বেশ উপভোগ করলেন সেই মুহূর্ত। পরিচালক প্রকাশ মেহরা নির্মিত ‘জঞ্জির’ সিনেমা ছিল সত্তরের দশকের এক আইকনিক টার্নিং পয়েন্ট, যেখানে অমিতাভ প্রথম ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন।

ফারহান আখতার বলেন, “অমিতজির জন্মদিনে এর চেয়ে ভাল মুহূর্ত আর হতে পারে না। তাঁর দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করি।” অন্যদিকে, নিজের ব্লগে কেবিসি-র টিমকে ধন্যবাদ জানিয়ে অমিতাভ লেখেন, “যারা পর্দার পিছনে অক্লান্ত পরিশ্রম করেন, তাঁরাই আমার আসল নায়ক।” এপিসোডটি সম্প্রচারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল।