গ্র্যাজুয়েশনে রসায়নে ফেল করেছিলেন অমিতাভ, তারপর কী ঘটে
কেবিসি এমন এক মঞ্চ, যেখানে শুধু প্রতিযোগীদের ব্যাপারে নানা আকর্ষণীয় তথ্য সামনে আসে এমন নয়। বরং কেবিসির হোস্ট অমিতাভ বচ্চন নিজের সম্পর্কে বিভিন্ন মজার তথ্য় শেয়ার করেন। একটা এপিসোডে তাঁর অতিথি হয়ে এসেছিলেন তাপসী পান্নু। তাপসী পড়াশোনা করেছেন গুরুত্ব দিয়ে। তাপসীকে অমিতাভ প্রশ্ন করেন, এই পড়াশোনা তাঁকে ফিল্ম কেরিয়ার গড়তে কতটা সাহায্য় করেছে।

কেবিসি এমন এক মঞ্চ, যেখানে শুধু প্রতিযোগীদের ব্যাপারে নানা আকর্ষণীয় তথ্য সামনে আসে এমন নয়। বরং কেবিসির হোস্ট অমিতাভ বচ্চন নিজের সম্পর্কে বিভিন্ন মজার তথ্য় শেয়ার করেন। একটা এপিসোডে তাঁর অতিথি হয়ে এসেছিলেন তাপসী পান্নু। তাপসী পড়াশোনা করেছেন গুরুত্ব দিয়ে। তাপসীকে অমিতাভ প্রশ্ন করেন, এই পড়াশোনা তাঁকে ফিল্ম কেরিয়ার গড়তে কতটা সাহায্য় করেছে। তাপসী উত্তর দেন, ”আমার মনে হয় ভালো করে পড়াশোনা করার জন্য আমি আত্মবিশ্বাসী হয়েছি। মুম্বই শহরে এসে কেরিয়ার গড়তে পেরেছি। নিরাপত্তাহীনতায় ভুগি না। মনে হয়, পড়াশোনা জানি বলেই অন্য চাকরিও করতে পারব।”
এই কথা শোনার পর একটা মজার তথ্য ভাগ করে নেন অমিতাভ। তিনি বলেন বিএসসি পরীক্ষার সময়ে তিনি ফিজিক্স, কেমিস্ট্রি আর অঙ্ক পড়তেন। কিন্তু কেমিস্ট্রিতে তিনি ফেল করেন। এই কথা শুনে বেশ অবাক হয়ে গিয়েছিলেন তাপসী। তারপর একটা গুরুত্বপূর্ণ কথা বলেন বলিউডের শাহেনশা। তাঁর বক্তব্য, ”আমি ফিজিক্স, কেমিস্ট্রি বা অঙ্ক যতটুকু পড়েছি, আমার পুরো ফিল্মের কেরিয়ারে কাজে আসেনি।”
লক্ষণীয় কেউ-কেউ মনে করেন, অভিনয়ের দুনিয়াতে আসতে চাইলেও পড়াশোনা করা বা ভালো নম্বর পাওয়ার বিষয়টাতে জোর দেওয়া দরকার। আবার অনেকে মনে করেন, ভালো অভিনয় করতে হলে, জ্ঞান আর অভিজ্ঞতা দু’ টো প্রয়োজন। তবে তার সঙ্গে প্রথাগত শিক্ষার কোনও সম্পর্ক নেই। এই দুই মত থাকলেও, বলিউডের শাহেনশা যে রসায়নে ফেল, এই তথ্যটি শুনে বেজায় মজা পেয়েছেন অনুরাগীরা।
