AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শুরুতেই বুঝতে পেরেছিলাম আমার দ্বারা তারকা হওয়া সম্ভব নয়’, স্বীকারোক্তি অঞ্জনের

অঞ্জনের বক্তব্য, '''শ্রীমান ভার্সেস শ্রীমতী' আমার জীবনের একটি অন্যতম ঘটনা। আমি এ যাবৎ কোনও তথাকথিত বাণিজ্যিক বা মেইনস্ট্রিম সিনেমায় পার্ট করিনি। ৪৫ বছর ধরে সিনেমায় মাত্র ২৭ টা ছবিতে পার্ট করেছি। নিজের সিনেমাগুলো ধরে। আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম আমার দ্বারা তারকা হওয়া সম্ভব নয়। আমি অভিনেতা। হাতে গোনা, ৫জন নির্দেশকদের সঙ্গে কাজ করেছি প্রায় ২৫ বছর। তারপর আমার পরের প্রজন্মের নির্দেশকদের কয়েকজনের সঙ্গে। হঠাৎ, ৭১ বছরে এসে আমি একটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমায় কাজ করলাম কারণ মনে হলো জীবনে একটা অভিজ্ঞতা অপূর্ণ থেকে যাবে।''

'শুরুতেই বুঝতে পেরেছিলাম আমার দ্বারা তারকা হওয়া সম্ভব নয়', স্বীকারোক্তি অঞ্জনের
| Edited By: | Updated on: May 02, 2025 | 9:24 AM
Share

বাংলা বাণিজ্যিক ছবিতে অঞ্জন দত্ত। তা-ও আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে। দু’জনের রসায়ন কীরকম, অঞ্জনকেই বা কেমন লাগল এই ছবিতে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ ছিল। ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে অঞ্জন যখন অ্যাকশন করলেন, তখন বেশ মজা পেয়েছেন দর্শকরা, এটা বলা যায়। এই ছবি করার অভিজ্ঞতা নিয়ে অঞ্জনের বক্তব্য, ”’শ্রীমান ভার্সেস শ্রীমতী’ আমার জীবনের একটি অন্যতম ঘটনা। আমি এ যাবৎ কোনও তথাকথিত বাণিজ্যিক বা মেইনস্ট্রিম সিনেমায় পার্ট করিনি। ৪৫ বছর ধরে সিনেমায় মাত্র ২৭ টা ছবিতে পার্ট করেছি। নিজের সিনেমাগুলো ধরে। আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম আমার দ্বারা তারকা হওয়া সম্ভব নয়। আমি অভিনেতা। হাতে গোনা, ৫জন নির্দেশকদের সঙ্গে কাজ করেছি প্রায় ২৫ বছর। তারপর আমার পরের প্রজন্মের নির্দেশকদের কয়েকজনের সঙ্গে। হঠাৎ, ৭১ বছরে এসে আমি একটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমায় কাজ করলাম কারণ মনে হলো জীবনে একটা অভিজ্ঞতা অপূর্ণ থেকে যাবে। মিঠুন চক্রবর্তী আছে সেটা একটা কারণ। দায়িত্ব, পথিকৃৎ বসু, খুবই অল্প বয়সের নির্দেশক বেশ মজার বুড়োদের একটা রোম্যান্টিক কমেডি বানাতে চেয়েছিল। আজ ছবিটা দেখলাম। আপনাদের অনেকের খারাপ লাগবে না বলে আমার ধারণা। এটা বড় পর্দায় দেখার সিনেমা।’ তারকা আর অভিনেতা, দুই সত্তাকে যেভাবে এই বক্তব্যে আলাদা করেছেন অঞ্জন, তা অনেকের মনের ভাবনার জটিলতা মেটাতে পারে। সম্প্রতি TV9 বাংলার এক সাক্ষাত্‍কারে মিঠুনকে কোন প্রশ্ন করতে চান অঞ্জন, সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। অঞ্জনের প্রশ্ন ছিল, ”তুমি কেন খিটখিটে হলে না”? মিঠুন বললেন, ”আমি সারাদিন কাজ নিয়ে থাকি। মজা করে থাকি। বউয়ে রাগিয়ে দিয়ে চলে যাই। আবার তিন-চারদিন পর রাগ ভাঙাতে আই লাভ ইউ বলে দিই। নিজেকে সিরিয়াসলি নিই না।” আর মিঠুনের কী প্রশ্ন ছিল অঞ্জনের কাছে? মহাগুরু প্রশ্ন করেছেন, কবে তিনি অঞ্জন পরিচালিত ছবিতে কাজ করবেন!