আবার হিন্দি গানে অন্বেষা, কোন গান গাইলেন তিনি?
বাংলায় যাঁদের শিকড়, এমন অনেক গায়ক-গায়িকাই হিন্দি গান গাইছেন। সেটা যে সব সময়ে ছবির গান হয়, তা নয়। ছবির বাইরেও অনেকে হিন্দি গান গাইতে পছন্দ করেন, কারণ বেশি সংখ্যক দর্শকের মনে জায়গা করে নেওয়া যায়। অন্বেষা এবার সেরকম সুযোগ পেলেন বলেই, বেশ খুশি গায়িকা।

নতুন গান করলেন শিল্পী অন্বেষা দত্ত গুপ্ত। গানের নাম “গমন কা তু মরহাম”। রোমান্টিক হিন্দি গানের মিউজিক ডিরেক্টর হিসাবে রয়েছেন রজত ঘোষ। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। গানটি লিখেছেন মিউজিক ডিরেক্টর রজত ঘোষ নিজেই।এর আগে গায়িকার নানা গানে শ্রোতাদের মন ভরেছে। তবে আবার এই নতুন হিন্দি গানের জন্য গায়িকার পরিধি আরও বাড়ল।
মিউজিক ডিরেক্টর রজত ঘোষ জানান “এই গানে পুরোপুরি আলাদাভাবে দর্শকদের মনে জায়গা করে নেবে অন্বেষা। মুক্তির পর থেকে দর্শকদের থেকে ভীষণভাবেই ভালোবাসা পাচ্ছি আমরা। আশা করছি আরও ভালোবাসা পাবো”। গানটি মুক্তি পেয়েছে “মুভি অ্যান্ড মিউজিক” প্রোডাকশন এর ব্যানারে। শিল্পী অন্বেষা দত্ত গুপ্ত জানালেন “এই গানটা আমার কাছে খুব স্পেশাল। এর আগে বহু গান আমি গেয়েছি। কিন্তু রজত ঘোষের সঙ্গীত পরিচালনায় এই গানের স্বাদ আলাদা। তাই আমার শ্রোতাদের একটা অন্য স্বাদের গান উপহার দিতে পারলাম।” লক্ষণীয় রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে যেসব গায়িকার উত্থান হয়েছে, তাঁদের অনেকেই হারিয়ে গিয়েছেন। তবে অন্বেষা গানের সঙ্গে জুড়ে রয়েছেন বছরের পর বছর।
বাংলায় যাঁদের শিকড়, এমন অনেক গায়ক-গায়িকাই হিন্দি গান গাইছেন। সেটা যে সব সময়ে ছবির গান হয়, তা নয়। ছবির বাইরেও অনেকে হিন্দি গান গাইতে পছন্দ করেন, কারণ বেশি সংখ্যক দর্শকের মনে জায়গা করে নেওয়া যায়। অন্বেষা আবার সেরকম সুযোগ পেলেন বলেই, বেশ খুশি গায়িকা।
