বর্ষা মুখরিত সন্ধ্যায় কলকাতার বুকে আরও একবার ‘মাই নেম ইজ জান’, জানুন কবে-কোথায়?
এই নাটকের উপস্থাপনা অন্যান্য নাটকের থেকে অনেকাংশেই ভিন্ন। ‘মাই নেম ইজ জান’ গোটা বিশ্বের দরবারে দর্শকদের মন জয় করছে। নাচ, গান, অভিনয়, সূত্রধর, সবটাই একা হাতে যেভাবে সামলাচ্ছেন অর্পিতা, তা সত্যি প্রশংসার।

২০২৪-এর অক্টোবর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে ‘মাই নেম ইজ জান’ শো চর্চায়। কিংবদন্তি শিল্পী গওহর জানের জীবনকে ভিত্তি করে তৈরি নাটক ‘মাই নেম ইজ জান’। নামভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে একাধিক শো হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই সিজনের প্রথম শোয়ে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নাটক ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলেও। শুধু মুম্বই নয়, কলকাতা-সহ একাধিক শহরে মন কাড়ে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’। ইতিমধ্যেই কলকাতার বুকে একাধিক শো হয়ে গিয়েছে। তবুও দর্শকদের অনুরোধ যেন থামে না। কলকাতার বুকে চাই আরও শো। আর তাই আগামী ২ অগাস্ট, জিডি বিড়লা সভাঘর সন্ধ্যা ৭টায় আরও একবার কলকাতার মঞ্চ কাঁপাবে টিম অর্পিতা। এখনও মিলছে টিকিট।
সোশ্যাল মিডিয়ায় সেই শোয়ের খবরই শেয়ার করে নিলেন তিনি। বললেন, “আমার একাকী মিউজিক্যাল প্লে, মাই নেম ইজ জান, এখন কলকাতা বারিষ ফেস্টিভ্যাল সিজন ২-এর অংশ।” ২০২১ সালে মূলত বাংলাতেই তৈরি করা হয়েছিল এই নাটকটি। তিন বছর পর নতুন রূপে মঞ্চে ফিরে সকলকে তাক লাগিয়েছেন টিম অর্পিতা।
এই নাটকের উপস্থাপনা অন্যান্য নাটকের থেকে অনেকাংশেই ভিন্ন। ‘মাই নেম ইজ জান’ গোটা বিশ্বের দরবারে দর্শকদের মন জয় করছে। নাচ, গান, অভিনয়, সূত্রধর, সবটাই একা হাতে যেভাবে সামলাচ্ছেন অর্পিতা, তা সত্যি প্রশংসার। দর্শক আসনে প্রায় ২ ঘন্টা সকলকে বসিয়ে রাখার ক্ষমতা রাখে টিম অর্পিতা। নাটকের মিউজিক্যাল যে জার্নি, তাও থিয়েটার দর্শকদের স্বাদ বদল করে চলেছে। যাঁরা দেখেছেন, তাঁরা আরও এবার দেখার অপেক্ষায়, যাঁরা দেখেননি, তাঁরা একাধিকবার ‘মাই নেম ইজ জান’ দেখার অনুরোধ রেখেছিলেন।
‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার।
