AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নগ্নদৃশ্য থেকে কন্ডোম সংলাপ, মোট ২৩টি কাটের পর ছাড়পত্র পেল ‘বাঘি ৪’

একটি দৃশ্যে যিশুখ্রিষ্টের মূর্তিতে ছুরি ছোঁড়ার অংশও বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে, কয়েকটি ভয়ানক মারামারির দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে পর্দায় হিংসার দৃশ্য কিছুটা কমানো যায়।

নগ্নদৃশ্য থেকে কন্ডোম সংলাপ, মোট ২৩টি কাটের পর ছাড়পত্র পেল 'বাঘি ৪'
Baaghi 4 Gets 23 Cuts
| Edited By: | Updated on: Sep 04, 2025 | 3:36 PM
Share

টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি ৪’ অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল, তবে বেশ কিছু পরিবর্তনের পর। ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। ছাড়পত্র পাওয়ার আগে ছবিতে করা হয়েছে মোটের ওপর ২৩টি ভিজ্যুয়াল কাট এবং একাধিক ডায়ালগ ও অডিও পরিবর্তন।

সেন্সর বোর্ড ছবিতে থাকা কিছু অতিরিক্ত হিংসা ও বিতর্কিত দৃশ্য নিয়ে আপত্তি তোলে। এক নগ্নতার দৃশ্য আংশিকভাবে ঢেকে দেওয়া হয়, একটি চরিত্রকে কফিনের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সেই দৃশ্য সম্পূর্ণ বাদ দিতে বলা হয়েছে। এক সেকেন্ডের একটি দৃশ্য, যেখানে সিগারেট জ্বালানো হয় নিরঞ্জন প্রদীপ থেকে, সেটিও কাটা হয়েছে। এছাড়া ‘ইয়ে মেরা হুস্ন’ গানে সঞ্জয় দত্তের একটি দৃশ্য, যেখানে তিনি কাটা হাত দিয়ে সিগারেট ধরান, তা সরানো হয়েছে। একটি দৃশ্যে যিশুখ্রিষ্টের মূর্তিতে ছুরি ছোঁড়ার অংশও বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে, কয়েকটি ভয়ানক মারামারির দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে পর্দায় হিংসার দৃশ্য কিছুটা কমানো যায়।

ডায়ালগের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন, “ভাই, তুই কন্ডোমে থাকলেই…”—এই সংলাপে ‘কন্ডোম’ শব্দটি মিউট করা হয়েছে। “ফিঙ্গারিং” শব্দটি বদলে দেওয়া হয়েছে। আরও কয়েকটি সংলাপের ভাষা কিছুটা হালকা করা হয়েছে। সব মিলিয়ে এই ছোট ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ কাটগুলো দেওয়ার পরই ছবিটি মুক্তির অনুমতি পায়। ‘বাঘি ৪’ মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর, ২০২৫, যেখানে টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া ও হর্ণাজ সান্ধু।