AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবারও মা হতে চলেছেন ভারতী, সুখবর দিলেন তারকা দম্পতি

ভারতী ও হর্ষ ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য-এর জন্ম হয়, যাকে আদর করে ‘গোল্লা’ নামে ডাকেন তাঁরা। প্রথম সন্তান হওয়ার পর থেকেই তাঁরা বিভিন্ন সাক্ষাৎকার ও ইউটিউব ভ্লগে জানিয়েছেন, তাঁরা আরও এক সন্তান চান।

আবারও মা হতে চলেছেন ভারতী, সুখবর দিলেন তারকা দম্পতি
| Edited By: | Updated on: Oct 07, 2025 | 10:49 AM
Share

জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া অনুরাগীদের জন্যে সুখবর। আবারও অভিভাবক হতে চলেছেন এই সেলেব-দম্পতি। সোমবার, ইনস্টাগ্রাম পোস্টে মাধ্যমে এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তাঁরা। যে পোস্টে দেখা যায়, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভারতীকে জড়িয়ে রয়েছেন হর্ষ, আর ভারতী হাত রেখেছেন তাঁর বেবি বাম্পে, আর মুখে মাতৃত্বের আনন্দ। ক্যাপশনে লেখা, “We are pregnant again, অর্থাৎ আমরা আবারও অন্তঃসত্ত্বা—এই একটিমাত্র লাইনেই হাসি ফুঁটেছে তাঁদের অনুরাগীদের মুখে। অর্থাৎ গোলা, তাঁদের প্রথম সন্তান এবার দাদা হতে চলেছে।

এই খবরে আপ্লুত অনুরাগীরা থেকে বলিউড ও টেলিভিশন দুনিয়ার বহু তারকারা। পরিণীতি চোপড়া, নীতি টেলর, পার্থ সমথান সহ আরও অনেকে তাঁদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। প্রসঙ্গত, ভারতী ও হর্ষ ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য-এর জন্ম হয়, যাকে আদর করে ‘গোল্লা’ নামে ডাকেন তাঁরা। প্রথম সন্তান হওয়ার পর থেকেই তাঁরা বিভিন্ন সাক্ষাৎকার ও ইউটিউব ভ্লগে জানিয়েছেন, তাঁরা আরও এক সন্তান চান।

একবার এক সাংবাদিক প্রশ্ন করেন, এবার কি কন্যাসন্তানের ইচ্ছে? জবাবে ভারতী হেসে বলেন, “দুটি সন্তান থাকা উচিত—একজন ছেলে, একজন মেয়ে। আমাদের তো ছেলে রয়েছে, এবার একটা মেয়ে হলে ভালই হবে!” বর্তমানে ‘গোল্লা’কে ঘিরেই তাঁদের ভরা সংসার, আর এখন সেই ভালবাসায় যোগ হতে চলেছে নতুন এক সদস্য। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই পরিবারের নতুন সদস্যের।