স্টারকাস্টের বিয়ে ঘিয়ে গত তিন সপ্তাহ ধরে জল্পনা তুঙ্গে। আলিয়া-রণবীরের বিয়ে বলে কথা। দীর্ঘ তিন বছর ধরে অপেক্ষায় দিনগোনা ভক্তমহলের মনে কৌতুহলের পারদ তুঙ্গে। একের পর এক ছবি প্রকাশ্যে আসা মাত্রই তা ঝড় তোলে নেট দুনিয়ায়। কখনও শপিং, কখনও আবার স্কিন কেয়ারে ব্যস্ত রণবীর। বিয়ের সানাই বাজছে, এই খবর নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু কবে, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। ১৩ থেকে শুরু হবে বিভিন্ন আচার অনুষ্ঠান। কিন্তু কোথায়!
সম্প্রতি খবরে উঠে আসতে দেখা যায়, ১৩ থেকে ১৪, এই দুদিন থাকছে না কোনও বিশেষ অনুষ্ঠান। থাকছে না কোনও সেলিব্রেশন। জ্যোতিষবিদের মতে, ২০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। কিন্তু দুই পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জানানো হয়নি। যদিও বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, তাঁরা বিয়ের আগে এই খবর ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করবেন। কিন্তু সত্যিই কি তাই! হয় তো নয়। কারণ একটাই এবার খবর সামনে এলো রাত পোহালেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই সেলেব জুটি।
মিড ডে-তে প্রকাশিত হওয়া একটি রিপোর্ট অনুযায়ী, আলিয়ার ভাটের কাকা রবিন ভাট জানান, তাঁর কাছে থাকা খবর অনুযায়ী ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। এতেই জল্পনা তুঙ্গে। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া খবর অনুযায়ী তবে কি রাত পোহালেই বিয়ে! অন্যদিকে কাপুর পরিবারে নজর রাখলে বিষয়টা স্পষ্ট, লাইট লাগানো থেকে শুরু করে শপিং, সবই ধীরে ধীরে ভাইরাল হয়ে উঠছে নেট দুনিয়ায়। এবার কেবল কাপুর পরিবারের সদস্য হয়ে আলিয়া ভাট যখন সামনে আসবেন, একদম তখনই সঠিক খবর জানা সম্ভব, তার আগে বিয়ে জুড়ে ধঁয়োশা বর্তমান।
আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড
আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা