Goodbye Trailer: মৃত্যুর উদযাপন নাকি প্রথা ভাঙার তাগিদ– ‘গুডবাই’য়ের ট্রেলার চোখে জল আনবে

Goodbye Trailer: অমিতাভ-রশ্মিকার রসায়ন যেন মনে করিয়ে দেয় পিকু ছবিতে দীপিকা ও অমিতাভের কথা। বলিউডের অস্থির সময়ে যখন চারিদিকে চলছে বয়কট ট্রেন্ড তখন এ ছবি যে খানিক মুক্ত হাওয়া তা মন্তব্য বক্সে লিখেছেন খোদ ছবি-প্রেমীরা।

Goodbye Trailer: মৃত্যুর উদযাপন নাকি প্রথা ভাঙার তাগিদ-- 'গুডবাই'য়ের ট্রেলার চোখে জল আনবে
'গুডবাই'য়ের ট্রেলার চোখে জল আনবে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 6:49 PM

একটা পরিবার, যে পরিবারে ঘটেছে মায়ের মৃত্যু। মেয়ে বলছেন, মৃত্যুর সময় এত আয়োজন মায়ের একেবারে পছন্দ ছিল না। অথচ মায়ের মৃত্যুর আগে দু’দিন ফোন তোলেনি সে। ছেলে বিদেশে, বাবা ফোন করে আসতে বলছেন। ছেলে জানাচ্ছেন সে দুবাইয়ে আটকে। এদিকে নেপথ্যে চিকেন টিক্কার অর্ডার নিতে শোনা যাচ্ছে ওয়েটারকে। আর এক ছেলের আবার মস্তক মুন্ডনে ঘোরতর আপত্তি। ছবির নাম ‘গুড বাই’। বাংলায় যাকে বলা যায় চিরবিদায়। সেই ছবিরই ট্রেলার মুক্তি পেয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার। এ ট্রেলার আপনার চোখে জল আনবে। এক পরিবারের গল্প। যে পরিবারের মেয়ে চাকরির পর বাবা মায়ের থেকে পয়সা নিতে চায় না। চায় না মৃত্যুর সময় মার নাকে তুলো গুঁজে দেওয়ার প্রথা। আর বাবা? তিনি আঁকড়ে থাকতে চান প্রথা।

বাবার যুক্তি, ‘মৃত্যু কি জন্মদিন নাকি যা সেলিব্রেট করতে হবে’? মেয়ের যুক্তি জন্মদিন প্রতিবছর আসে, কিন্তু মৃত্যু তো একবারই। সম্পর্কের টানাপড়েন, অনুভূতির ওভারডোজ, পুরো ট্রেলার জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা সূক্ষ্ম অনুভূতি। এ ধরনের চিত্রনাট্য হয়তো আগেও হয়েছে বলিউডে, তবে যে ভাবে পরিচালক বিকাশ বহেল এই ছবিতে তা দেখিয়েছেন ছিমছাম হলেও হৃদয়গ্রাহী বলেই মনে করছেন দর্শকরা। ছবির মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চন। মায়ের চরিত্রে দেখা গিয়েছে নীনা গুপ্তকে। অন্যদিকে এই ছবির মধ্যে দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন রশ্মিকা মন্দনা।

অমিতাভ-রশ্মিকার রসায়ন যেন মনে করিয়ে দেয় পিকু ছবিতে দীপিকা ও অমিতাভের কথা। বলিউডের অস্থির সময়ে যখন চারিদিকে চলছে বয়কট ট্রেন্ড তখন এ ছবি যে খানিক মুক্ত হাওয়া তা মন্তব্য বক্সে লিখেছেন খোদ ছবি-প্রেমীরা। তাঁদের মতে, ‘জোর করে কাঁদান নয়, কমিক রিলিফের মাধ্যমে এ ট্রেলার কোথাও গিয়ে যেন পাঠ পড়িয়ে যায় জীবনের। সম্পর্ককে শেখায় আরও মজবুত করতে’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ট্রেলারটি। ছবি মুক্তি পাবে আগামী মাসের ৭ তারিখ।