সহজ সরল মনে বিশ্বাসের ফল হাড়ে হাড়ে টের পেয়েছিলেন গৌরী খান। প্রেমের বিয়ে, স্বপ্ন দেখতে কারই না ভালো লাগে। কিন্তু কোথাও গিয়ে যদি সেই স্বপ্ন ও বিশ্বাস অজান্তেই ভেঙে দেন কাছের মানুষ, তা কি সহ্য করা যায়! হয় তো নয়। তবে কিং খান এমনটাই সাহস দেখিয়ে ছিলেন। বিয়ের পর গৌরীর ইচ্ছে ছিল শাহরুখ খান তাঁকে নিয়ে যাবেন প্যারিস, বিদেশ সফরে যাওয়ার জন্যই ব্যাগ গুছিয়েছিলেন গৌরী খান। কিন্তু তখন কোথাও গিয়ে যেন সেই সামর্থ্য ছিল না শাহরুখের। তাই পলকে পাল্টে ফেলেছিলেন প্ল্যান।
কিছুই জানতেন না গৌরী। গাড়িতে ওঠার সময়ও যানতেন তিনি যাচ্ছেন তাংর সাধের ডেস্টিনেশন প্যারিসে। তবে শেষমেশ কি তিনি প্যারিস পৌঁছেছিলেন! না, তেমনটা ঘটেনি গৌরী খানের সঙ্গে। উল্টে তিনি প্যারিসের স্বপ্ন দেখে শাহরুখকে বিশ্বাস করেছিলেন। অবশেষে দেখা গেল তিনি ভারতের বুকেই রয়েছেন, শুধু তাই না, কিং খানের হানিমুন ডেস্টিনেশন ছিল দার্জিলিং। সেখানেই পৌঁছে গিয়েছিলেন তাঁরা। প্যারিস না হলেও গৌরীর কথা অনুযায়ী খুব একটা অবাক হননি তিনি।
উল্টে শাহরুখ খান সাফ জানায়, তাঁরা বেশ উপভোগ করেছিলেন সেই কয়েকটা দিন। তবে কথা দিয়েছিলেন পরবর্তীতে তিনি গৌরীকে নিয়ে যাবে বিদেশে। আজ সেই সকল কাহিনি ইতি। কারণ শাহরুখ খানের বর্তমানে ব্যাঙ্ক ব্যালন্স এক কথায় আকাশ ছোঁয়া। ঝড়ের বেগে ছড়িয়ে গিয়েছিল এই খবর। ভাইরাল হওয়া শাহরুখ খানের হানিমুনের খবরে চোখ আটকে যায় ভক্তদের। এমন কি সেই ফ্রেমো তিনি শেয়ার করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে, যেখানে দেখা যায় শাহরুখ খান গৌরীর সঙ্গে চা বাগানে ছবি তুলেছিলেন। সেই ছবি আজও নেট পাড়ায় ভাইরাল, ভক্তদের হাতে হাতে সেই ছবি ছড়িয়ে পড়লেও তা ঘিরে যে খুব একটা আক্ষেপ নেই গৌরীর, তাঁর কথায় তিনি দিব্যি মজা করেছিলেন, ও দার্জিলিং চুটিয়ে উপভোগ করেছিলেন। তবে কিং খানের হানিমুন প্লেস বলে কথা, ভক্তদের তালিকা থেকে তাই দার্জিলিংও হতে পারে সেরার সেরা ডেস্টিনেশন।
আরও পড়ুন- Viral Alia Bhatt: গাঙ্গু ঝড়ের মাঝেই আর আর আর ছবির গানের টিজারে বাজিমাত, নেটপাড়ায় ভাইরাল আলিয়া
আরও পড়ুন- Chakda Xpress: ২২ গজে বিরাটপত্নী, পারফেক্ট শট-এর প্রস্তুতিতে ক্রিকেট গ্রাউন্ডে ভাইরাল অনুষ্কা
আরও পড়ুন- Runway 34: ইদে পর্দায় অমিতাভ-অজয় জুটি, তাক লাগানো মোশন পোস্টার মুক্তিতেই চমক