Bipasha-Dino: প্রাক্তন প্রেমিকা বিপাশার সঙ্গে সম্পর্ক কেমন? মুখ খুললেন ডিনো মোরিয়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 07, 2021 | 9:24 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে ডিনো মোরিয়া অভিনীত একটি ওয়েব সিরিজ। সেই ওয়েব সিরিজ সংক্রান্ত সংবাদমাধ্যমকে এক দেওয়া সাক্ষাৎকারে বিপাশাকে নিয়ে মুখ খুলেছেন ডিনো।

Bipasha-Dino: প্রাক্তন প্রেমিকা বিপাশার সঙ্গে সম্পর্ক কেমন? মুখ খুললেন ডিনো মোরিয়া
ডিনো-বিপাশা

Follow Us

একসঙ্গে জার্নি শুরু করেছিলেন বিপাশা বসু ও ডিনো মোরিয়া। একইসঙ্গে শুরু হয়েছিল মডেলিংয়ের কেরিয়ার। ছবিতেও অভিনয় করেছিলেন একসঙ্গে। সেখান থেকেই প্রেম এবং বিচ্ছেদ। তারপর? সম্পর্ক কি আজ তলানিতে? নাকি শেষ হয়েও হয়নি শেষ? মুখ খুললেন ডিনো মোরিয়া, বহু বছর পর।

সম্প্রতি মুক্তি পেয়েছে ডিনো মোরিয়া অভিনীত একটি ওয়েব সিরিজ। সেই ওয়েব সিরিজ সংক্রান্ত সংবাদমাধ্যমকে এক দেওয়া সাক্ষাৎকারে বিপাশাকে নিয়ে মুখ খুলেছেন ডিনো। তাঁর কথায়, “আমার সঙ্গে বিপাশা সম্পর্কের সমীকরণ একেবারেই বদলায়নি। রাজ থেকে শুরু করে গুণাহ– একই রকম আছে। আমার মনে হয় না কোনও দিন পরিবর্তিত হবে বলেও।” ‘রাজ’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল ডিনো ও বিপাশাকে। ওই ছবিতে অভিনয়ের সময় তাঁরা সম্পর্কে ছিলেন, সে কথা স্বীকার করে নিয়েই ডিনো বলেন, “হ্যাঁ সেই মুহূর্তে আমরা ডেট করছিলাম। কিন্তু গুণাহতে অভিনয়ের সময় আমাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল না। পেশাগত জীবনে কখনও ব্যক্তিগত জীবন প্রবেশ করতে দিইনি। দুটি ছবিই মুক্তি পেয়েছিল ২০০২ সালে।


তিনি আরও যোগ করেন, “আমাদের সম্পর্ক একই রয়ে গিয়েছে। আমরা দুজন দুজনকে এখনও সম্মান করি, শ্রদ্ধা করি। ফেলে আসা দিন নিয়ে কথাও হয় আমাদের। আমাদের মধ্যে সম্পর্ক এক কথায় ‘গ্রেট’। প্রসঙ্গত, ডিনোর সঙ্গে বিচ্ছেদের পর জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিপাশা। দীর্ঘদিন লিভইন সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু কোনও এক অজানা কারণে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এক সময় জন-বিপাশা ছিলেন বলিউডের অন্যতম আলোচিত জুটি। তাঁদের বিচ্ছেদে মন ভেঙেছিল ভক্তদেরও।

ডিনোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলেও জনের সঙ্গে বিপাশার বর্তমান সমীকরণ নিয়ে বলিপাড়ায় আলোচনা। ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। পাঁচ বছর হয়ে গিয়েছে। সুখের সংসার তাঁদের। বিপাশা-করণের বিয়েতে হাজির ছিলেন ডিনো। প্রাক্তনের বিয়েতে হাসিমুখে পোজ দিতেও দেখা যায়। যদিও দেখা যায়নি জনকে। তিনি কি বেছে নিয়েছিলেন নিভৃতবাস?

Next Article