মৃত্যুর আট বছর পার, বচ্চনের সঙ্গে ডেবিউ করেও শেষের তিন বছর কেন কাজ পাননি জিয়া খান?
জিয়ার ফিল্মি কেরিয়ারের প্রথম পরিচালক রাম গোপাল বর্মা। শুধু যে অমিতাভ বচ্চনের সঙ্গে ডেবিউ তা তো নয়, দ্বিতীয় ছবিতে কো-স্টার ছিলেন আমির খান। তৃতীয় ছবিতে জিয়াকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের স্ত্রীর ভূমিকায়। তা সত্ত্বেও কেন কাজ এল না তাঁর কাছে?
ব্যস্ত মুম্বইয়ের ঝলমলে ইন্ডাস্ট্রিতে ২০০৭ সালে হঠাৎই আবির্ভাব হয়েছিল এক ১৯ বছরের মেয়ের। নাম জিয়া খান। চোখে একরাশ স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ইতি ঘটেছিল বছর কয়েকের মধ্যেই। ২০১৩ সালে নিথর দেহ উদ্ধার হয় জিয়ার। মুম্বই পুলিশ জানিয়েছিল, আত্মহত্যা। উদ্ধার হয়েছিল সুইসাইড নোটও। যেই নোটে অভিযোগের আঙুল উঠেছিল বয়ফ্রেন্ড সূরজ পাঞ্চোলির দিকে। জল গড়িয়েছিল অনেক দূর।
কিন্তু প্রশ্ন অমিতাভ বচ্চনের সঙ্গে ডেবিউ করেও কেন শেষের তিন বছর একেবারেই কাজ পেলেন না জিয়া খান? এই প্রশ্নই তুলেছিলেন জিয়ার ফিল্মি কেরিয়ারের প্রথম পরিচালক রাম গোপাল বর্মা। শুধু যে অমিতাভ বচ্চনের সঙ্গে ডেবিউ তা তো নয়, দ্বিতীয় ছবিতে কো-স্টার ছিলেন আমির খান। তৃতীয় ছবিতে জিয়াকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের স্ত্রীর ভূমিকায়। তা সত্ত্বেও কেন কাজ এল না তাঁর কাছে?
View this post on Instagram
রাম গোপাল বর্মার কথায়, “নিঃশব্দ এত প্রশংসা পেয়েছিল সমালোচক মহলে। গজনিও সাফল্য লাভ করেছিল। হাউজফুলও বেশ বড় বাজেটের ছবি। কেরিয়ারের শুরুতে এই তিন বিগ বাজেট ছবির অন্তর্গত হয়েও আর ছবির অফার এল না ওর কাছে। জানিনা ঠিক কী কারণে হল এমনটা। কিন্তু জিয়া নিজের কেরিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে বেশ হতাশ ছিল।”
আরও পড়ুন- অমিতাভের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রি উত্তাল, রেখাকে একদিন বাড়িতে ডেকে জয়া বললেন…
জিয়া যেদিন মারা যান সেদিন নাকি পাগলের মতো কেঁদেছিলেন রাম গোপাল বর্মা…নিজেই জানিয়েছেন পরিচালক। যদিও তাঁর কথায়, “আমি কখনওই ওঁর কাছের ছিলাম না। ও ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা হয়ে রয়ে গেল যে ব্যর্থতা, হতাশার সঙ্গে কোনওভাবেই জুঝে উঠত পারল না…”।
বলিউডে জুন মাস যেন মন খারাপের মাস। বৃহস্পতিবার জিয়ার মৃত্যুদিন। আর কয় দিন পরেই সুশান্ত মৃত্যুরও এক বছর হতে চলল…।
View this post on Instagram