Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কু’-কথায় সামিল কঙ্গনাও, মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট অভিনেত্রীর

কিছুদিন আগে নিজেকে মেরিল স্ট্রিপ, গ্যাল গ্যাডট, টম ক্র্যুজ, মার্লন ব্র্যান্ডো প্রমুখের সঙ্গে তুলনা করে ছিলেন। আর গতকাল নিজের কৃতিত্ব তালিকাভুক্ত করলেন।

‘কু’-কথায় সামিল কঙ্গনাও, মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট অভিনেত্রীর
কঙ্গনা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2021 | 6:33 PM

অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত সম্প্রতি ভারতীয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ‘কু’-এ নিজের অ্যাকাউন্ট খুললেন । সাইন আপ করার পর কঙ্গনা নিজের প্রোফাইল বিবরণে লিখলেন ‘রক্ত গরম একজন ক্ষত্রিয় নারী’। টুইটারে কঙ্গনা লিখলেন, ‘‘এটি আমার কু অ্যাকাউন্ট… আমি চাই আমার সব বন্ধুরা আমায় ডিরেক্ট মেসেজে করুক এবং ইয়েলো হার্টে যোগ দিন। কঙ্গনার আকর্ষণীয় ভাবনাগুলো শুনুন ‘কু’ অ্যাপে।’’

আরও পড়ুন টুইটারে নিজেই নিজের পিঠ চাপড়ালেন কঙ্গনা

কু অ্যাকাউন্টে তাঁর ফ্যানেদের স্বাগত জানিয়ে উদ্বোধনী মেসেজে কঙ্গনা লেখেন, “সবাইকে নমস্কার… কাজ করার রাত, এটা ধক্কড় ক্র্যুয়ের সঙ্গে লাঞ্চ ব্রেক। কেন এখন ‘কু’ নয়। পরিচিত হওয়ার জন্য এটা এক নতুন জায়গা। ভাড়ার জায়গা ভাড়ারই হয়। তোমার নিজের জায়গা তোমারই থাকে।”

কথাগুলো হয়তো কঙ্গনা ‘টুইটার’কে ঠুকেই বললেন অভিনেত্রী। কিছু মাস আগে টুইটার প্ল্যাটফর্মের নির্দেশিকা লঙ্ঘনের কারণে তার দু’টি টুইট ডিলিট করেন টুইটার কর্তৃপক্ষ। কঙ্গনা লেখেন, ‘আমি কোনও নিয়ম লঙ্ঘন করিনি। তবুও আমার অ্যাকাউন্ট স্থগিত করার হুমকি দিচ্ছে চিনের পুতুল টুইটার, মনে রেখো যে দিন আমি যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব। চিনের ‘টিকটক’-এর মতো তোমাদেরও নিষিদ্ধ করা হবে।’’

কিছুদিন আগে নিজেকে মেরিল স্ট্রিপ, গ্যাল গ্যাডট, টম ক্র্যুজ, মার্লন ব্র্যান্ডো প্রমুখের সঙ্গে তুলনা করে ছিলেন। আর গতকাল নিজের কৃতিত্ব তালিকাভুক্ত করলেন। টুইটে কঙ্গনা লিখলেন, ‘পনেরো বছরে বাড়ি ছেড়ে দিই, বাবা আমার স্ট্রাগলে কোনও রকম সাহায্য করেননি। ১৬ বছরে বয়সে আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার পাল্লায় পড়ি। ২১ বছর বয়সে আমার জীবনের সব ভিলেনদের হারিয়ে, একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হই। মুম্বইয়ের অভিজাত লোকেশন বান্দ্রায় নিজের প্রথম বাড়ি বানাই।’’

সম্প্রতি ফিল্মি জগতের আইকনদের সঙ্গে নিজেকে তুলনা করার পর, এক বিরাট বিতর্ক শুরু হয়। তিনি বলছিলেন মেরিল স্ট্রিপ কখনও ‘কুইন’-এর মতো ফিল্মে অভিনয় করতে পারতেন না।