‘সত্যিকারের রক্ত’ শেয়ার করলেন জন, কারা মুছে দিলেন অভিনেতার রক্ত?
‘অ্যাটাক’ ছবিতে জন ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নানন্ডেজ এবং রকুল প্রীত সিং। ছবির গল্পটি লিখেছেন ছবির পরিচালক লক্ষ্য রাজ আনন্দ নিজে। জন ছবি প্রসঙ্গে বলেন, “এটি একটি টানটান, ইন্টারেস্টিং থ্রিলার তাতে রয়েছে একশক্তিশালী স্টোরিলাইন। এমন এক বিষয় যা আমি পছন্দ করি। আরও এক্সাইটেড কারণ এটি স্বাধীনতা দিবসে রিলিজ করবে।” ‘অ্যাটাক’ ছবির প্রযোজক জন আব্রাহাম নিজে।
‘অ্যাটাক’ ছবির শুটিং করছিলেন জন আব্রাহাম। ছবির নাম শুনে বোঝা যাচ্ছে মারকাটারি দৃশ্য রয়েছে ছবিতে। অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়ে আহত হলেন জন। দৃশ্যে ছিল কাঁচের রড (প্রপ) দিয়ে অভিনেতার মুখে প্রহার করা হবে। এবং তারপরই ঘটে যায় দুর্ঘটনা। পাশ ঘেঁষে চলে যায় রড এবং মুখে আঘাত লাগে জনের। নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি এবং ভিডিও পোস্ট করেন জন। ভিডিওতে দেখা যাচ্ছে ফিল্ম ক্র্যুয়ের সদস্যরা তাঁর ঘাড় এবং লেগে লেগে থাকা রক্ত তুলো দিয়ে পরিষ্কার করছে।
আরও পড়ুন ‘কু’নামক এক ভারতীয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুললেন কঙ্গনা
ক্যাপশানে জন লেখেন, ‘যেমনভাবে শুরু হয়েছিল…যেমন ভাবে চলছে। ভাল লাগছে…এগুলো সব মজারই একাংশ!’ অভিনেতা চাইগার শ্রফ যিনি বেধড়ক অ্যাকশন সিকোয়েন্সে পারফর্ম করার জন্য বেশ জনপ্রিয়, তিনিও কমেন্ট করেন পোস্টে। লেখেন, ‘অ্যাকশন ম্যান’।
View this post on Instagram
‘অ্যাটাক’ ছবিতে জন ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নানন্ডেজ এবং রকুল প্রীত সিং। ছবির গল্পটি লিখেছেন ছবির পরিচালক লক্ষ্য রাজ আনন্দ নিজে। জন ছবি প্রসঙ্গে বলেন, “এটি একটি টানটান, ইন্টারেস্টিং থ্রিলার তাতে রয়েছে একশক্তিশালী স্টোরিলাইন। এমন এক বিষয় যা আমি পছন্দ করি। আরও এক্সাইটেড কারণ এটি স্বাধীনতা দিবসে রিলিজ করবে।” ‘অ্যাটাক’ ছবির প্রযোজক জন আব্রাহাম নিজে।
কিছুদিন আগে জনের এক বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। তিনি বলেন, “একজন সেলিব্রিটি হিসেবে আপনার একটি প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু তার সঙ্গে আপনাকে প্রস্তুত থাকতে হবে ধেয়ে আসা নেগেটিভিটি, টক্সিসিটি এবং দুর্গন্ধ। যদি তার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন। অন্য দিকে, এমন কিছু সমস্যা আছে যা আমার সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে রয়েছে। দেশের প্রতিটি সমস্যায় আমার মতামত তুলে ধরার কোনও মানে নেই।”
TANN MANN DHANN, se Badhkar JANN GANN MANN! The team of #SatyamevaJayate2 wishes everyone a Happy Republic Day!
See you in cinemas this EID on 14th May 2021 pic.twitter.com/iFSMq9qMrS
— John Abraham (@TheJohnAbraham) January 26, 2021
এখানেই থামেননি ‘ফোর্স’-এর অভিনেতা। তিনি আরও বলেন, “আমি নির্দিষ্ট কিছু বিষয়ে আমার মতামত জানাই কারণ আমি জানি আরও অনেকে অন্য সব বিষয়ে নিজস্ব মতামত জানাবে। আমাদের সব বিষয়ে ধ্বজাধারী হওয়ার দরকার পড়ে না। আর দর্শক এটা যেন না ভেবে ফেলে যে সমস্ত বিষয়ে আমাদের দরকার। আমরাও সর্বসাধারণের মতো, আমাদের সুপারপাওয়ার নেই। তাহলেই সব ঠিক থাকবে।”
জন আব্রাহামের হাতে এখন তিন-তিনটি ফিল্ম রয়েছে। ‘মুম্বই সাগা’, ‘এক ভিলেন রিটার্ন্স’ এবং ‘সত্যমেব জয়তে-২’ রয়েছে তাঁর পাইপলাইনে। এবং এই তিনটে ছবিতেই রয়েছে ধুন্ধুমার অ্যাকশন এবং বিনোদন। সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’-এও দেখা যাবে তাঁকে। ছবিতে জনের সঙ্গে রয়েছেন শাহরুক খান এবং দীপিকা পাড়ুকোন।