AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: প্রথমে কি আয়ুশকে পছন্দ করতেন না সলমন খান?

Salman Khan: ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা আয়ুশ শর্মা যে শারীরিক পরিবর্তন করেছেন, তাতে মুগ্ধ দর্শকের বড় অংশ।

Salman Khan: প্রথমে কি আয়ুশকে পছন্দ করতেন না সলমন খান?
আয়ুশ শর্মা এবং সলমন খান।
| Edited By: | Updated on: Nov 19, 2021 | 8:17 PM
Share

আয়ুশ শর্মা। বলিউডের এই অভিনেতার সঙ্গে সলমন খানের পারিবারিক সম্পর্ক রয়েছে। ভাইজানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুশ। কিন্তু এক সময় নাকি আয়ুশের সঙ্গে সলমনের সম্পর্ক মোটেই ভাল ছিল না। সদ্য কপিল শর্মার শোয়ে আসন্ন ছবি অন্তিম দ্য ফাইনাল ট্রুথ এর প্রচারে গিয়ে এ কথা স্বীকার করেছেন আয়ুশ।

কপিল স্পষ্ট ভাবে আয়ুশের কাছে জানতে চান, পরিবারের সদস্য হিসেবে সলমনের সঙ্গে দেখা হওয়া এবং শুটিং সেটে সিনিয়র সহকর্মী হিসেবে সলমনকে দেখার মধ্যে কত পার্থক্য? এর উত্তরে আয়ুশ বলেন, “একদিন পর পর ভাইয়ের সঙ্গে দেখা করতে যেতাম। হাসি, মজায় সময় কাটিয়ে ফিরে যেতাম। একদিন অর্পিতা বাড়িতে ছিল না। তাও দেখা করতে গিয়েছিলাম। ভাই তখন বলেছিল, তুমি তো অদ্ভুত লোক! কেন বারবার এখানে আসো?”

‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা আয়ুশ শর্মা যে শারীরিক পরিবর্তন করেছেন, তাতে মুগ্ধ দর্শকের বড় অংশ। সলমন খানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুশ। ফলে তাঁর ইন্ডাস্ট্রিতে কাজ যে পুরোটাই সলমন খানের বদান্যতায়, এ হেন বক্তব্য ছিলই। তবে এ ছবিতে আয়ুশ নিজেকে প্রমাণ করতে পারবেন বলে মনে করেন তাঁর অনুরাগীরা।

সলমন খান যে তাঁর উপর বড় টাকা লগ্নি করেছেন, এ কথা আয়ুশের অজানা নয়। তিনি বলেন, “আমার উপর চাপ আছে। দায়িত্ব রয়েছে। কিন্তু সব কিছুর থেকে বেশি, আমি আশা করছি, সলমন ভাইকে ডোবাবো না। ও আমার জন্য ছিল। এ বার ওর সম্মান রক্ষা করা, যাতে অসম্মান না হওয়া, সে দিকে খেয়াল রাখা আমার ব্যক্তিগত দায়িত্ব। অনেকেই ভাবেন এটা পারিবারিক ব্যাপার। কিন্তু কঠিন পরিশ্রম দিয়ে সে সবের জবাব দিতে হয়।” সলমন খান প্রতি পদে অভিনয়ের খুঁটিনাটি নিয়ে তাঁকে সাহায্য করেছেন বলে জানিয়েছেন আয়ুশ। “অভিনয় করতে শুরু করার আগে পাঁচ বছর সলমন ভাই আমাকে ট্রেনিং দিয়েছেন। ফলে ওঁকে রিপ্রেজেন্ট করছি আমি। যদি কাজ করতে না পারি, তা হলে হয়তো লোকে বলবে কোচিং বা ট্রেনিং ঠিক ছিল না। এগুলো মাথায় কাজ করতে থাকে”, শেয়ার করেছেন আয়ুশ।

আয়ুশ আরও জানান, সলমন তাঁর উপর ভরসা করেছেন। নিজের কষ্ট করে উপার্জন করা টাকা তাঁর উপর ঢেলেছেন। সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া এ বার তাঁর দায়িত্ব। এই অ্যাকশন থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকর। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সলমন খান ফিল্মস। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘মালশি প্যাটার্ন’-এর গল্প অবলম্বনে নির্মিত।

আরও পড়ুন, Nora Fatehi: পায়ে চোট নিয়েই ‘সত্যমেব জয়তে ২’র গানে পারফর্ম করেছেন নোরা