Romance: লাইট-ক্যামেরা অ্যাকশন ভুলে ভিকির জন্য হাতা খুন্তি ধরলেন ক্যাট! কী রাঁধলেন সেলেব

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 10, 2022 | 9:11 PM

Vicky-Katrina Jodi: ভিকির জন্য রান্নাঘরে ক্যাটরিনা, রবিবার সকাল সকাল কী রেঁধে আনলেন তিনি বরের জন্য।

Romance: লাইট-ক্যামেরা অ্যাকশন ভুলে ভিকির জন্য হাতা খুন্তি ধরলেন ক্যাট! কী রাঁধলেন সেলেব

Follow Us

ক্যাটরিনা কাইফ এখন পাক্কা গৃহিনী, এক কথায় বলতে গেলে গুছিয়ে সংসার করছেন তিনি ভিকি কৌশলের সঙ্গে, দীর্ঘ প্রেমপর্ব মিটিয়ে এখন তাঁরা এক ছাদের তলায়। ডিসেম্বর মাসেই রাজকীয় বিয়ে পর্ব সেরেছেন এই জুটি। বলিউডে একের পর এক ভাল ছবি উপহার দিয়ে ক্যাটরিনা কাইফ সুপারস্টার, আর নানা সম্পর্কের মাঝে এবার লাভ লাইফে সলমন কিংবা রণবীর নয়, অবশেষে পাকাপাকিভাবে জায়গা করে নিলেন ভিকি কৌশল। সিনেদুনিয়ায় বর্তমানে যাঁর দাপট সকলের নজরের কেন্দ্রে। মহিলা মহলে ভিকির চাহিদা বিস্তর। বয়সে ফারাক থাকলেও তিনি মনের মানুষকেই বিয়ে করলেন দেরী না করেই।

প্রথম থেকেই ভিকির নজরে ছিলেন ক্যাটরিনা কাইফ। নানা অনুষ্ঠানে বারে বারে তিনি প্রকাশ্যে এই কথা বলতে পিছু পা হননি। একবার এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ভিকি বলেছিলেন, ‘একজন ভাল ভিকি কৌশল দেখে বিয়ে করে নিতে পারো তো…।’ তাতেই ইঙ্গিত মিলেছিল স্পষ্ট। ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই নানা জল্পনা ছিল সিনেদুনিয়ায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা করতে রাজি ছিলেন না তাঁরা। অবশেষে তিনি বিয়ের ছবি সামনে আসতে একে অন্যের সঙ্গে ছবি দেওয়া শুরু করলেন।

ব্যক্তগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই সেলেব জুটি। কিন্তু বিয়ে পর থেকে তাঁরা একে অন্যের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন নেটদুনিয়ায়। তারই মাঝে এবার রবিবার এলো স্পেশাল পোস্ট, যা দেখে রীতিমত অবাক ভক্তরা। ভিকি কৌশলের জন্য রান্না ঘরে ঢুকলেন ক্যাটরিনা, রান্না করলেন ব্রেকফাস্ট। সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘হাবির জন্য রবিবারের ব্রেকফাস্ট আমি বানালাম।’ আর তা দেখা মাত্রই লাভ লাইকে ভরে উঠল পোস্ট। বর্তমানে টাইগার থ্রি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা কাইফ। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির প্রস্তাবও। তারই ফাঁকে ফাঁকে ভিকির সঙ্গে সংসারটাও করছেন গুছিয়ে।

আরও পড়ুন- Viral News: ‘চা বানাতে বানাতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, নাচতে নাচতে আমি অভিনেত্রী হতে পারব না!’ বিস্ফোরক রাখী

আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড

আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা

Next Article