Shah Rukh Khan: শুটিং থেকে বিরতি, রবিবার কীভাবে সময় কাটাচ্ছেন কিং খান, ভাইরাল ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 10, 2022 | 2:50 PM

Viral Image: শুটিং থেকে খানিক সময় বার করে নিয়ে কার সঙ্গে সময় কাটাচ্ছেন শাহরুখ খান!

Shah Rukh Khan: শুটিং থেকে বিরতি, রবিবার কীভাবে সময় কাটাচ্ছেন কিং খান, ভাইরাল ছবি

Follow Us

মাঝে বেশ কিছুটা বিরতি। একের পর এক ছবির কাজ করে একটা সময় বি-টাউন থেকে নিজেকে সরিয়ে নিয়ে কেবল পরিবারে মন দিয়েছিলেন কিং খান। তারই মাঝে উপস্থিত লকডাউন। কাজ বন্ধ, যার ফলে অপেক্ষা হয়ে যায় আরও দীর্ঘ। পরিস্থিতি খানিক স্বাভাবিক হতে না হতেই ঝড়ের গতীতে ভাইরাল হয়ে পড়ে পাঠান ছবির কাজ। আগামী ছবি পাঠান নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত রয়েছেন কিং খান। চলছে আইপিএল-এর খেলাও। সেখানেও কলকাতা টিমের দারুণ সাফল্য ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। কিন্তু শাহরুখ খানকে দেখা যায়নি একদিনও ময়দানে। তিনি ব্যস্ত তাঁর শুটিং-এর কাজ নিয়েই। সবটাই একা হাতে সামলাচ্ছে খানপুত্র আরিয়ান।

তবে দীর্ঘ শুটিং পর্ব মিটিয়ে অবশেষে একটু ছুটি নিজের জন্য করে নিলেন শাহরুখ। রবিবার আর পাঁচটা পরিবারের মতই তিনি সন্তানদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। মুম্বইয়ের রাস্তায় সেই ছবি ধরা পড়ল ফ্রেমে। গাড়ির সামনের সিটে বসে রয়েছে সুহানা খান, ছবিতে ধরা পড়ল আব্রামও। নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন শাহরুখ। রবিবার সন্তানদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করে ফেলেই সকাল সকাল বেরিয়ে পড়লেন তিনি। পাপরাজিৎদের ক্যামেরায় বন্দি স্টার পরিবার, সেই ছবি ঝড়ের গতীতে নেট দুনিয়ায় যা হয়ে উঠল ভাইরাল।

পাঠান ছবির কাজ বেশ সময় নিয়ে করছেন তিনি। তবে সেখানেই ইতি নয়। পরবর্তী ছবি নিয়েও চলছে জল্পনা, বি-টাউনে কান পাতলেই সেই খবরও স্পষ্ট। বেশ কিছু চিত্রনাট্য জমা পড়েছে তাঁর কাছে, চলছে নানা পরিচালকদের সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথাবার্তাও। আর ঠিক সেই কারণে বেজায় ব্যস্ত এখন শাহরুখ। তবে পরিবারের গুরুত্ব বরাবরই তাঁর কাছে ছিল আগে। সকলকে  নিয়ে ছুটি কাটানো হোক বা কোনও স্পেশাল দিনের সেলিব্রেশন হোক, শাহরুখ খান বাবা হিসেবে নিজের দায়িত্ব পালনে কোনও দিন কোনও ফাঁক রাখেননি।

আরও পড়ুন- Viral News: ‘চা বানাতে বানাতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, নাচতে নাচতে আমি অভিনেত্রী হতে পারব না!’ বিস্ফোরক রাখী

আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড

আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা

Next Article