Bollywood News: নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি শাহরুখ খান: মহেশ মঞ্জরেকর
Bollywood News: শাহরুখের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’। সে ছবিও বক্স অফিসে ভাল ফল করেনি বলে মত সিনে বিশেষজ্ঞদের। ২০১৮-এ মুক্তি পেয়েছিল অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ এবং শাহরুখ অভিনীত সেই ছবি।
শেষ কবে হিট দিয়েছিলেন শাহরুখ খান? এ প্রশ্ন সাধারণ দর্শক হিসেবে আপনি করতেই পারেন। বিশেষত মাদক কাণ্ডে বড় ছেলে আরিয়ান খানের গ্রেফতারিতে যে ভাবে গত কয়েকদিন ধরে শাহরুখ শিরোনামে থাকলেন, তাতে কেরিয়ারের জন্য কবে শেষ বার এতদিন ধরে শিরোনামে ছিলেন, শেষ কোন ছবি বক্স অফিস সফল হয়েছিল, এ সব প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এর মধ্যেই বলি অভিনেতা তথা পরিচালক মহেশ মঞ্জরেকর এক সাক্ষাৎকারে জানালেন, তিনি মনে করেন শাহরুখ নিজের প্রতিভার প্রতি সঠিক বিচার করেননি।
শাহরুখের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’। সে ছবিও বক্স অফিসে ভাল ফল করেনি বলে মত সিনে বিশেষজ্ঞদের। ২০১৮-এ মুক্তি পেয়েছিল অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ এবং শাহরুখ অভিনীত সেই ছবি। তারপর তিন বছর শাহরুখের কোনও ছবি মুক্তি পায়নি।
সদ্য এক সাক্ষাৎকারে মহেশ বলেন, “আমি মনে করি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি শাহরুখ। আজকের দিনে শাহরুখ এমন সব ছবি করছে যা রণবীর কাপুর, রণবীর সিং করছে। তা হলে দর্শকের কাছে শাহরুখ খান কোথায়? দর্শক এমন কোনও চরিত্রে শাহরুখকে দেখতে চায়, যা শুধুমাত্র শাহরুখেরই। ও অসাধারণ অভিনেতা। আমার মনে হয় ওর আউট অফ দ্য বক্স কিছু করা উচিত। আমি নিশ্চিত ও ভালই করবে।”
মহেশ মনে করেন, নিজেকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছেন শাহরুখ। ফর্মুলার বাইরে বেরতে চাইছেন না। সে কারণেই হয়তো সাফল্য আসছে না। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। এটাই তাঁর কামব্যাক ছবি বলে মনে করছেন দর্শক। সে ছবি কবে মুক্তি পাবে, তা অবশ্য এখনও জানাননি নির্মাতারা। মহেশ মনে করেন, ইন্ডাস্ট্রিতে শাহরুখের মতো দক্ষ অভিনেতা খুব কম আছেন। কিন্তু নিজের কিছু ভুল সিদ্ধান্তের জন্য গত কয়েক বছরে সাফল্য অধরা থাকছে।
আরও পড়ুন, Bengali Television: অভিনেতা না হলে এত ভালবাসা হয়তো এত কম সময়ে পেতাম না: শ্যামৌপ্তি মুদলি
আরও পড়ুন, Bhai Dooj 2021: রূপান্তরকামীদের মাঝে ভাইফোঁটা সেলিব্রেট করলেন সুজয়-সুদীপা
আরও পড়ুন, Travel: বিদীপ্তা-বিরসার ট্রাভেল অ্যালবাম, পাহাড়ে ছুটি কাটাচ্ছেন দম্পতি