Bhai Dooj 2021: রূপান্তরকামীদের মাঝে ভাইফোঁটা সেলিব্রেট করলেন সুজয়-সুদীপা

Bhai Dooj 2021: লিঙ্গ বৈষম্যের এই রাজনীতি ভাষার মধ্যেও, আর সেই কারণেই হয় তো ভাইফোঁটা কেবল ভাইদের জন্যই হয়। কিন্তু এ বার সেই সমস্ত বিভেদ ভেঙে উৎসবের নতুন নির্মাণ করলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

| Edited By: | Updated on: Nov 05, 2021 | 8:59 PM
ভাইফোঁটায় হোক মানবতার উদযাপন। রূপান্তরকামীদের জন্য তৈরী হোম গরিমা গৃহে গিয়ে লিঙ্গ ভেদাভেদ এর ঊর্ধ্বে উঠে এ বারের ভাইফোঁটা উদযাপন করলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং সুদীপা বসু।

ভাইফোঁটায় হোক মানবতার উদযাপন। রূপান্তরকামীদের জন্য তৈরী হোম গরিমা গৃহে গিয়ে লিঙ্গ ভেদাভেদ এর ঊর্ধ্বে উঠে এ বারের ভাইফোঁটা উদযাপন করলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং সুদীপা বসু।

1 / 7
পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্য নতুন নয়। নারী এবং নারীত্ব আমাদের সমাজে যে দ্বিতীয়ত সেটা আলাদা করে বলে দিতে হয় না। আর রূপান্তরকামীরা বিশেষ ভাবে এই সমাজে প্রান্তিকতার শিকার। লিঙ্গ বৈষম্যের রাজনীতিতে অনেক সময়ই বিধ্বস্ত তাঁদের জীবন।

পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্য নতুন নয়। নারী এবং নারীত্ব আমাদের সমাজে যে দ্বিতীয়ত সেটা আলাদা করে বলে দিতে হয় না। আর রূপান্তরকামীরা বিশেষ ভাবে এই সমাজে প্রান্তিকতার শিকার। লিঙ্গ বৈষম্যের রাজনীতিতে অনেক সময়ই বিধ্বস্ত তাঁদের জীবন।

2 / 7
লিঙ্গ বৈষম্যের এই রাজনীতি ভাষার মধ্যেও, আর সেই কারণেই হয় তো ভাইফোঁটা কেবল ভাইদের জন্যই হয়। কিন্তু এ বার সেই সমস্ত বিভেদ ভেঙে উৎসবের নতুন নির্মাণ করলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

লিঙ্গ বৈষম্যের এই রাজনীতি ভাষার মধ্যেও, আর সেই কারণেই হয় তো ভাইফোঁটা কেবল ভাইদের জন্যই হয়। কিন্তু এ বার সেই সমস্ত বিভেদ ভেঙে উৎসবের নতুন নির্মাণ করলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

3 / 7
সুজয় বলেন, “ভাইফোঁটা হোক মানবতার উদযাপন, ভাইফোঁটা শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে। এই শব্দ আমাদের সমাজে পুরুষতান্ত্রিকতার ইতিহাসের ধারা বহন করে। কিন্তু এ বারের ভাইফোঁটায় মানবতার উদযাপন করলাম আমরা।”

সুজয় বলেন, “ভাইফোঁটা হোক মানবতার উদযাপন, ভাইফোঁটা শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে। এই শব্দ আমাদের সমাজে পুরুষতান্ত্রিকতার ইতিহাসের ধারা বহন করে। কিন্তু এ বারের ভাইফোঁটায় মানবতার উদযাপন করলাম আমরা।”

4 / 7
সুজয় আরও বলেন, “ভাই বোন সকলে লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে সকলের মঙ্গল কামনায় আমরা এই উৎসবের উদযাপন করলাম। ধন্যবাদ জানাই রূপান্তরকামী সমাজ কর্মী রঞ্জিতা সিংহকে তিনি এই উৎসব গরিমা গৃহে আয়োজন করতে আমাদের একান্ত সাহায্য করেছেন।”

সুজয় আরও বলেন, “ভাই বোন সকলে লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে সকলের মঙ্গল কামনায় আমরা এই উৎসবের উদযাপন করলাম। ধন্যবাদ জানাই রূপান্তরকামী সমাজ কর্মী রঞ্জিতা সিংহকে তিনি এই উৎসব গরিমা গৃহে আয়োজন করতে আমাদের একান্ত সাহায্য করেছেন।”

5 / 7
সুজয় শেয়ার করলেন, “আমাদের এই উদ্যোগ মানবতার প্রতি এক পদক্ষেপ। উৎসব হোক মানবতার উদযাপন, সেটাই একান্ত কাম্য।”

সুজয় শেয়ার করলেন, “আমাদের এই উদ্যোগ মানবতার প্রতি এক পদক্ষেপ। উৎসব হোক মানবতার উদযাপন, সেটাই একান্ত কাম্য।”

6 / 7
সুজয় এবং সুদীপার এই প্রয়াস, এই ভাবনা, মানবতার এই পাঠ প্রশংসিত দর্শক মহলে।

সুজয় এবং সুদীপার এই প্রয়াস, এই ভাবনা, মানবতার এই পাঠ প্রশংসিত দর্শক মহলে।

7 / 7
Follow Us: