Amjad Khan: ১.২৫ কোটি খোয়া, দাপুটে ভিলেন আমজাদের এই স্বভাব শুনলে চমকে যাবেন
Bollywood Gossip: শুধু তাই নয়, আমজাদ খান নাকি লোনও দিতেন। সেই টাকার জন্য কোনও লেখাপড়া করা হত না কোনও দিন। সাদাব আরও বলেন, বাবার কাছে বহু প্রযোজক আসতেন, তাঁদের গল্প শোনাতেন, তাঁদের স্বপ্নের কথা বলতেন। তাঁদের কথায় বিশ্বাস করে আমজাদ খান টাকা দিয়েও দিলেন।
আমজাদ খান, বলিউডের অন্যতম জনপ্রিয় ভিলেন। তাঁর জন্য একটা পরিচয়ই যথেষ্ট। আর তা হল গব্বর সিং। গব্বর সিং আমজাদ খান বরাবরই দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় চরিত্র। বলিউডের অন্যতম সেরা ভিলেন বললেন খুব ভুল হবে না। শোলে ছবির মূলেই যাঁর চরিত্র, সেই দাপটে স্টার ব্যস্তি জীবনে কেমন ছিলেন শুনলে চমকে যাবেন। তাঁর ছেলে সাদাব এক সাক্ষাৎকারে বাবার ব্যক্তিজীবনের গোপন রহস্য ফাঁস করেছিলেন। জানিয়েছিলেন, আমজাদ খানের জন্য পরিবারের বহু টাকা খোয়া গিয়েছে। কেন জানেন? কারণ একটাই, আমজাদ খান ব্যাঙ্কে বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাস করতেন না ব্যাঙ্কে টাকা রাখলে তা সুরক্ষিত থাকে। বরং তিনি তাঁর টাকা বন্ধুদের কাছে জমাতেন। বাড়িতেই রাখতেন। বহু মানুষকে বহু টাকা তিনি ধার বাবদ দিয়েছিলেন।
শুধু তাই নয়, আমজাদ খান নাকি লোনও দিতেন। সেই টাকার জন্য কোনও লেখাপড়া করা হত না কোনও দিন। সাদাব আরও বলেন, বাবার কাছে বহু প্রযোজক আসতেন, তাঁদের গল্প শোনাতেন, তাঁদের স্বপ্নের কথা বলতেন। তাঁদের কথায় বিশ্বাস করে আমজাদ খান টাকা দিয়েও দিলেন। অনেক সময় অনেকে বাড়ি বন্দক রাখার কথাও বলতেন। তবে বাবা এসব বিশ্বাস করতেন না। যার ফলে হঠাৎ যখন তিনি চলে গেলেন, তখন আমাদের জানাও ছিল না যে মোট কত কোটি টাকা আমাদের হারাল। কিছু মানুষ কিছু টাকা ফেরত দিতে এলেও, অধিকাংশ মানুষই সেই টাকা ফেরত দেননি। তাই আমরা যে ঠিক কত কোটি টাকা হারিয়েছি, তার কোনও হিসেব নেই। তিনি যখন মারা যান, তখন প্রযোজকদের থেকেই পাওয়ার কথা মোট ১.২৫ কোটি টাকা। কিন্তু সেই টাকার হিসেব ছিল না কারও কাছে।