Ranbir Kapoor: ফ্লাইং কিস দিতে পারে রাহা, কন্যার সম্পর্কে আর কী-কী তথ্য জানালেন রণবীর কাপুর?
Raha-Ranbir: ববি বলেছেন, "রাহা অত্যন্ত মিষ্টি এক বাচ্চা। তাঁকে ভাল না বেসে পারা যায় না। রাহার জন্মের সময় রণবীর 'অ্যানিমাল'-এর শুটিং করছিলেন। আর দেখতে-দেখতে রাহা এক বছর পূর্ণও করে ফেলেছে।" ববির কথা শেষ না হতেই রণবীর তাঁর কন্যা সম্পর্কে বলেন, "আমার মেয়ে তো এখন চোখ টিপতে শিখেছে। ও সকলকে ফ্লাইং কিসও দেয়।"
সম্প্রতি রাহাকে নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা অভিনেতা রণবীর কাপুর। রাহা কেমন সন্তান, সেই সম্পর্কে খোলসা করেছেন কাপুর পরিবারের পুত্র। ১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিটি। ছবিতে বাবা এবং ছেলের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। দক্ষিণ ভারতের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি, যিনি পূর্বে পরিচালনা করেছিলেন ‘কবীর সিং’ এবং ‘অর্জুন রেড্ডি’র মতো ছবি। যেখানে তিনি পুরুষদের কঠোর রূপকে তুলে ধরেছিলেন পর্দায়। এই ছবিও ব্যতিক্রমী নয় সেই অর্থে। বরং ছবিতে নায়কের মধ্যে তুমুল হিংসাত্মক দিককেই দেখতে পাবেন দর্শক। সেই ছবির গান মুক্তির একটি অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর কাপুর। ছবির নির্বাক ভিলেন ববি দেওলও উপস্থিত ছিলেন সেখানে।
ববি বলেছেন, “রাহা অত্যন্ত মিষ্টি এক বাচ্চা। তাঁকে ভাল না বেসে পারা যায় না। রাহার জন্মের সময় রণবীর ‘অ্যানিমাল’-এর শুটিং করছিলেন। আর দেখতে-দেখতে রাহা এক বছর পূর্ণও করে ফেলেছে।” ববির কথা শেষ না হতেই রণবীর তাঁর কন্যা সম্পর্কে বলেন, “আমার মেয়ে তো এখন চোখ টিপতে শিখেছে। ও সকলকে ফ্লাইং কিসও দেয়।” তারপর রণবীর সক্কলকে অনেক-অনেক সন্তান জন্মের আর্জি জানিয়েছেন।
সম্প্রতি তাঁর শরীরে প্রথম ট্যাটু করেছেন রণবীর কাপুর। সাধারণত প্রেমিকার জন্য ট্যাটু তৈরি করেন অভিনেতারা। কিন্তু রণবীর ট্যাটু করলেন তাঁর কন্যা রাহার নাম লিখে।