Shahrukh Khan: ‘খামছে ধরেছিলাম ঐশ্বর্যকে…’, বিশ্বসুন্দরীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কথা স্বীকার করলেন শাহরুখ
Shahrukh-Aishwarya Intimacy: 'দেবদাস' ছবিতে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন। শাহরুখ ছিলেন দেবদাস এবং ঐশ্বর্য ছিলেন পার্বতী, অর্থাৎ পারো। ছবিতে মাখোমাখো রোম্যান্স করেছিলেন শাহরুখ এবং বচ্চন পরিবারের পুত্রবধূ। অন্তরঙ্গ মুহূর্তের শুটিং হয়েছিল একাধিক। 'পারফেক্ট' শট পেতে বারবারই রিটেক নিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভনসালী। সেই অছিলায় বারংবার কাছাকাছি আসতে বাধ্য হয়েছিলেন শাহরুখ-ঐশ্বর্য।

‘দেবদাস’ ছবিতে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন। শাহরুখ ছিলেন দেবদাস এবং ঐশ্বর্য ছিলেন পার্বতী, অর্থাৎ পারো। ছবিতে মাখোমাখো রোম্যান্স করেছিলেন শাহরুখ এবং বচ্চন পরিবারের পুত্রবধূ। অন্তরঙ্গ মুহূর্তের শুটিং হয়েছিল একাধিক। ‘পারফেক্ট’ শট পেতে বারবারই রিটেক নিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভনসালী। সেই অছিলায় বারংবার কাছাকাছি আসতে বাধ্য হয়েছিলেন শাহরুখ-ঐশ্বর্য।
‘দেবদাস’ ছবির শুটিংয়েই এক অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল। ছবিতে ছিল ‘বেরি পিয়া’ গানটি। ঠাকুমার দেওয়া সোনার বালা নায়িকা পারোর হাতে পরিয়ে দেবে নায়ক দেবদাস। সেটাই ছিল সিকোয়েন্স। কোমর পর্যন্ত জলওয়ালা পুলের উপর দিয়ে দোলনা বসানো হয়েছিল। এবং ‘রাধাকৃষ্ণ’ আবহ তৈরি করার জন্য ঐশ্বর্য এবং শাহরুখকে সেই দোলনায় বসতে বলা হয়েছিল।

‘দেবদাস’ ছবিতে ‘বেরি পিয়া’ গানের সেই দৃশ্যটি।
সেখানেই ঘটে যায় বিপত্তি। পরিচালক জানতেন না, শাহরুখের ভীতি আসলে কীসে। দোলনায় বসতে খুবই ভয় পান শাহরুখ। সেই দোলনা যদি দোলে, তা হলে তাঁর ‘আত্মারাম খাঁচা ছাড়া’ অবস্থা তৈরি হয়। তার উপর আবার দোলনার নীচে মাটি নেই, রয়েছে জল। দোল দিয়ে দোলনার উঁচুতে উঠে যাওয়ার সময় পায়ে লাগে জল।
প্রথমটায় দোলনায় বসতেই চাইছিলেন না শাহরুখ। অগুনতি টেক দিয়েছিলেন সেই দৃশ্যের। শুরুতে ভয়ে তাঁর চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক চেষ্টার পর ধাতস্থ হয়েছিলেন। সেই সময় নায়িকা ঐশ্বর্য রাই বচ্চনের হাত খামচে ধরেছিলেন। তাঁর মন বারবার বলছিল, “ছেড়ে দে মা কেঁদে বাঁচি…”
