Soha Ali Khan: একটি মোমবাতি দূর করছে সোহা আলি খানের জীবনের সব অন্ধকার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 05, 2021 | 6:24 PM

উইকি বলছে ৪৩ বছর বয়সে পা দিয়েছেন পতৌদি পরিবারের শহজাদি সোহা আলি খান।

Soha Ali Khan: একটি মোমবাতি দূর করছে সোহা আলি খানের জীবনের সব অন্ধকার
সোহা আলি খান

Follow Us

উইকি বলছে ৪৩ বছর বয়সে পা দিয়েছেন পতৌদি পরিবারের শহজাদি সোহা আলি খান। ৪ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছাবার্তা ভেসে আসে তাঁর সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে। বউদি অভিনেত্রী করিনা কাপুর খানও তাঁকে উইশ করেছেন সোশ্যালে। এবং ননদ সম্পর্কে লিখেছেন দারুণ কিছু কথা। জন্মদিন ভাল মতো কাটিয়ে মঙ্গলবার কিছুক্ষণ আগেই একটি পোস্ট করেছেন সোহাও। নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বেশ সিম্পল। সাজ পোশাকে আহামরি ভাব থাকে না তাঁর কখনওই। ছবিতে দেখা যাচ্ছে খুব সিম্পল একটি কালো রঙের সোয়েট টি-শার্ট পরেছেন সোহা। টপ নট করেছেন চুলে। সামনে রাখা হ্যাপি বার্থ ডে-ওয়ালা কেক। তাতে ক্যাপশনে লিখেছেন সোহা, “একটি মোমবাতি পারে সব অন্ধকারকে দূর করতে”।

সোহাকে করা করিনার সোশ্যাল উইশ নজর কেড়েছে সকলের। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন করিনা। ননদ সোহা ও নন্দাই অভিনেতা কুণাল খেমুর বিয়ের ছবি সেটি। চারজনে রয়েছেন ফ্রেমে। করিনা, সইফ, সোহা ও কুণাল। ছবিটিতে সকলেই দেখতে ভাল লাগছে, তেমনটা নিজেই বলেছেন করিনা। ক্যাপশনে তিনি একটি দারুণ অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। লিখেছেন, “ওর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলাম। দেখেছিলাম এক গ্লাস জলে ও চিকেন ধুয়ে (অবশ্যই সব মশলা ধুয়ে) ক্যাজুয়াল ভাবে খাচ্ছিল। সেদিন বুঝেছিলাম ও একজন ‘কুল’ মহিলা! তোমাকে চেনা সেই থেকে স্পেশ্যাল আমার কাছে।”

বাংলা ছবি ‘ইতি শ্রীকান্ত’-এর হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন সোহা। ছবিতে কমললতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রথম ছবিতেই সকলের নজরে এসেছিলেন। তারপর ‘দিল মাঙ্গে মোর’, ‘রং দে বসন্তি’, ‘অন্তরমহল’-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন সোহা।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেন সোহা। ২০০৪ সালে প্রেমের শহর প্যারিসে তাঁদের বাগদান হয়। ২০১৫ সালের ২৫ জানুয়ারি তাঁদের বিয়ে হয় মুম্বইয়ে। সোহা-কুণালের কন্যার ইনায়া নোওমি খেমুর জন্ম হয় ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর। সম্প্রতি কন্যার ৪ বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেন তারকা দম্পতি। ইন্ডাস্ট্রির অনেকেই আমন্ত্রিত ছিলেন সেখানে।

আরও পড়ুন: Raj-Subhashree: শুভশ্রীর জীবনের সেরা কে? মালদ্বীপের সমুদ্রকে সাক্ষী রেখে বললেন তাঁর নাম

আরও পড়ুন: Aliaa Bhatt: ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র গরবা নাচের শুটিং শেষে কোরিওগ্রাফার কী বললেন আলিয়াকে?

আরও পড়ুন: Aryan Khan Drug Case: সুশান্তের মৃত্যুর পর আরও একটা মাদক মামলা, অভিভাবকদের জন্য ‘ওয়েক আপ কল’ বললেন শোভা

Next Article