Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একেবারেই ভালবাসেন না, অথচ বাধ্য হয়ে এই কাজটা করতে হল তাপসীকে!

Taapsee Pannu: ১০ বছরেরও বেশি সময় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তাপসী পান্নু। কেরিয়ারে আরও একটি মাইলফলক ছুঁলেন সদ্য।

একেবারেই ভালবাসেন না, অথচ বাধ্য হয়ে এই কাজটা করতে হল তাপসীকে!
তাপসী পান্নু। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 10:12 PM

প্রবল বৃষ্টি। তার মধ্যে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বলা ভাল, দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। তিনি অর্থাৎ বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এই বৃষ্টি থেকে তাঁর পালানোর উপায় নেই। কারণ শুটিং চলছে।

নিজের ঠিক এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শুক্রবার শেয়ার করেছেন তাপসী। তিনি লিখেছেন, আমি বৃষ্টিতে ভিজতে ভালবাসি না। বরং বৃষ্টি দেখতে ভাল লাগে আমার। কিন্তু কাজের প্রতি ভালবাসা থাকলে যে কাজটা করতেই হয়…।

১০ বছরেরও বেশি সময় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তাপসী পান্নু। কেরিয়ারে আরও একটি মাইলফলক ছুঁলেন সদ্য। বসলেন প্রযোজকের আসনে। লঞ্চ করলেন তাঁর প্রযোজনা সংস্থা। নাম দিয়েছেন ‘আউটসাইডার্স ফিল্মস’। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাপসীর কোনও গডফাদার নেই। পরিবারেও কেউ সিনেমাজগতের সঙ্গে যুক্ত নন। ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে এসে নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী। পেরিয়েছেন বহু ঘাত-প্রতিঘাত। সেই কারণেই হয়তো প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন ‘আউটসাইডার্স ফিল্মস’।

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)

এই কাজে তাপসী পাশে পেয়েছেন প্রাঞ্জল খণ্ডদিয়াকে। ইন্ডাস্ট্রিতে ২০ বছর কনটেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করেছেন প্রাঞ্জল। প্রযোজনাও করেন। তাই প্রযোজক হিসেবে প্রাঞ্জলকে পাশে পেয়ে খুশি তাপসী। তাপসী তাঁর প্রথম প্রযোজনার খবর নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, “বরাবরই প্রযোজক হওয়ার ইচ্ছে ছিল আমার। ১১ বছরের কেরিয়ারে দর্শকের থেকে অনেক সাপোর্ট, অনেক ভালবাসা পেয়েছি। এ বার আমার ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দেওয়ার পালা। নতুন প্রতিভা খুঁজে বের করব। তাঁদের ব্রেক দেব, যাঁরা আমার মতো কোনও ব্যাকগ্রাউন্ড ছাড়া ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে। প্রাঞ্জল ও আমি, আমরা দু’জনেই ফ্রেশ ট্যালেন্ট খুঁজছি।”

স্প্যানিশ ছবি ‘জুলিয়াস আইজ’-এর হিন্দি রিমেকে মুখ্য ভূমিকায় অভিনয় রয়েছেন তাপসী। ছবির নাম ‘ব্লার’। বাংলা তর্জমা করলে যার মানে দাঁড়ায় ‘ঝাপসা’। তার শুটিং থেকেই বৃষ্টিভেজা এ দিনের ছবিটি শেয়ার করেছেন। এ ছবির প্রযোজনাও করছেন তাপসী। এই ছবিটিই হতে চলেছে তাপসী প্রযোজিত প্রথম ছবি।

স্প্যানিশ ছবিটি পরিচালনা করেছিলেন গিল মোরালেস। এক মহিলাকে নিয়ে গল্প। বোনের খুনের রহস্যভেদ করতে গিয়ে সে ধীরে ধীরে হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি। বাংলা, তেলেগু, তামিল ও বাংলা ভাষাতেও তৈরি হচ্ছে ছবিটির রিমেক। বাংলা ছবিটিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাপসী এখন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। তাঁর হাতে এখন অনেক কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘হাসিন দিলরুবা’। পাইপলাইনে অপেক্ষা করছে ‘লুপ লাপেটা’, ‘রেশমী রকেট’, ‘দোবারা’, ‘সাবাস মিঠু’র মতো ছবি। সেই সঙ্গে ‘ব্লার’এর প্রযোজনা এবং অভিনয়ের কাজ। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলা প্রযোজকদের সংখ্যা বাড়ছে। প্রথম সারির অধিকাংশ অভিনেত্রীই প্রযোজনার কাজে যুক্ত হচ্ছেন। অনুষ্কা শর্মা, কঙ্গনা রানাওয়াত তো ছিলেনই। সাম্প্রতিককালে যুক্ত হল আরও দুই প্রতিষ্ঠিত নাম – আলিয়া ভাট ও তাপসী পান্নু। তাই এখন একটাই কথা বলতে হয়, এঁরাই বলিউডের ‘পাওয়ার পফ গার্লস’!

আরও পড়ুন, ‘নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার প্রমাণিত, দেবশ্রী রায় হারতে শেখেনি’, বললেন অভিনেত্রী