AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: অভিনয় ছেড়ে হঠাৎ শেফ হওয়ার শখ শাহরুখ খানের!

Shahrukh Khan: তাঁদের ছবির সেটে দেখা করতে আসেন রজনীকান্ত। ছবিতে প্রথমবার তিনি দক্ষিণের অভিনেত্রী নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।

Shahrukh Khan: অভিনয় ছেড়ে হঠাৎ শেফ হওয়ার শখ শাহরুখ খানের!
শেফ হওয়ার শখ বলিউড বাদশার
| Edited By: | Updated on: Oct 08, 2022 | 9:50 PM
Share

শাহরুখ খান দক্ষিণের পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’ ছবিতে অভিনয় করছেন। আগামী বছর ২০২৩ সালের ২ জুন মাসে সিনেমার পর্দায় আসবে এই খবরও বেরিয়েছে। এবার সেই ছবির শুটিং শেষ করলেন শাহরুখ। সঙ্গে তিনি শুটিং ফ্লোরে কতটা আনন্দ করেছেন সেই খবর সামনে এসেছে। তাঁদের ছবির সেটে দেখা করতে আসেন রজনীকান্ত। ছবিতে প্রথমবার তিনি দক্ষিণের অভিনেত্রী নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। ছবির শেষ দিনের শুটিংয়ে ছিলেন নয়নতারা। এসেছিলেন দক্ষিণের আর এক তারকা বিজয়ও। বলিউড বাদশা এই সবই নিজের সোশ্যাল মিডিয়াতে ভাগ করেছেন ভক্তদের সঙ্গে। তবে বিশেষ যে জিনিসটি এইখানে নজর এসে তা হল, তিনি নাকি ‘চিকেন ৬৫’ রান্নাটা শিখতে চান।

হঠাৎ অভিনেতা কেন রান্না শিখতে চান, তা নিয়ে কৌতুহল হওয়াটাই স্বাভাবিক। আর কার কাছে শিখতে চান, সেটাও বিষয়। আসলে শুটিং শেষে অ্যাটলির স্ত্রী প্রিয়া শাহরুখকে খাবারের নিমন্ত্রণ করেন। প্রিয়ার হাতের চিকেন ৬৫ খেয়ে এবার সেই রান্না শিখতে চান অ্যাটলির জাওয়ান। নিজেই টুইট করে শাহরুখ লিখেছেন, ৩০ দিনের অসাধারণ কাজ হল আরসিই টিমের সঙ্গে। থালাইভার সেটে এসে আশীর্বাদ করে যাওয়া, নয়নতারা সঙ্গে সিনেমা দেখা, বিজয়ের সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা সবেরই উল্লখে করেছেন তিনি। তিনি এই ছবির শুটিং করতে গিয়ে কতটা উচ্ছ্বসিত তা বোঝাই যাচ্ছে।

তবে আসল গল্প লুকিয়ে সব শেষে। যেখানে তিনি অ্যাটলি এবং তাঁর স্ত্রী প্রিয়ার আতিথ্যেয়তার প্রশংসা করেছেন। সেখানেই তিনি প্রিয়ার হাতে চিকেন ৬৫ খেয়ে মুগ্ধ। এতটাই যে তিনি সেই রান্না শিখতে চান।

শাহরুখকে বহুদিন পর ক্যামিওই হোক, ব্রহ্মাস্ত্র ছবিতে সিনেমার পর্দায় দেখে ভক্তরা মুগ্ধ। করেছেন আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে ক্যামিও। আর মাধবনের পরিচালিত ছবিতে তিনি ছিলেন বন্ধুত্বপূর্ণ একটি চরিত্রে। তবে ভক্তরা পুরোপুরি তাঁকে পাবেন পাঠান ছবিতে আগামী বছর জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসের সময়। ছবিতে তাঁর  সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম। ২০২৩ সালে শেষে ডিসেম্বর মাসে রাজু হিরানির ছবি ডানকি-তে তাপসী পান্নু সঙ্গে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে।