Alia Bhatt’s Daughter: মেয়েকে স্তন্যপান করানোর ছবি ভাইরাল হল আলিয়ার?
Alia Bhatt: ৬ নভেম্বর বেলা ১২টা নাগাদ মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে কোলে এক সদ্যোজাতকে নিয়ে এক গাল হাসি নিয়ে স্তন্যপান করাচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুখে-চোখে পরিতৃপ্তি। সেই একরত্তি জড়িয়ে রয়েছে আলিয়াকে। সোশ্যাল মিডিয়ায় এক বড় অংশের দাবি করেছে, ছবিটিতে আলিয়ার কোলে তাঁর মেয়ে রাহা। সত্যিই কি তাই? কী সামনে আসছে? সত্য হল, ছবিটি মিথ্যে বা মরফ করা। আলিয়ার মুখ কেটে বসানো হয়েছে তাঁর অন্য কোনও ছবি থেকে। স্তন্যপানের ছবি তো দূর কি বাত– আপাতত মেয়ের মুখই দেখাননি রণবীর ও আলিয়া ভাট। আলিয়া এ হেন ছবি শেয়ার না করলেও অতীতে অনেক অভিনেত্রীকেই দেখা গিয়েছে সন্তানকে দুগ্ধ পানের ছবি শেয়ার করতে। তালিকায় রয়েছেন লিসা হেয়ডন, সোনম কাপুর, নেহা ধুপিয়াসহ অনেকেই। এই মুহূর্তে রাহাকে নিয়ে বেজায় ব্যস্ত আলিয়া ও রণবীর কাপুর। রণবীর শুটিংয়ে ফিরলেও আপাতত আলিয়া নিয়েছেন এক ছোট্ট ব্রেক। মেয়েকে দেখাশোনা করাই এখন মূল লক্ষ্য তাঁর।

এই ছবিই ভাইরাল হয়েছে।
৬ নভেম্বর বেলা ১২টা নাগাদ মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সন্তানকে কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন রণবীর কাপুর। কাপুর পরিবারে বয়েছিল খুশির হাওয়া। রণবীর ও আলিয়ার মেয়ের নামের মানে কী জানেন? এই নামের সঙ্গে রয়েছে বাংলার যোগ। বাংলা ভাষায় ‘রাহা’ শব্দের অর্থ বিশ্রাম, আরাম, স্বস্তি।
সংস্কৃতে এই নামের অর্থ গোষ্ঠী কিংবা বংশ। আরবি ভাষায় নামের মানে আনন্দ, স্বাধীনতা এবং সুখ। ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বইয়ে কাপুরদের বাড়ির ছাদে বসেছিল আলিয়া-রণবীরের বিয়ের আসর। ছিমছাম ভাবেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। অয়ন মুখোপাধ্য়ায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে-অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দুই তারকা। সম্পর্কে থাকার ৫ বছর পর বিয়ে করেন তাঁরা।





