Twinkle Khanna: ‘সান্টার এবারের বড়দিনের উপহার’, সুন্দরের সঙ্গে সাক্ষাতে সেটাই মনে হয়েছে টুইঙ্কলের

Sundar Pichai: নিজের ইন্টাগ্রামে সুন্দরের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন টুইঙ্কল। সেই সঙ্গে লিখেছেন একটি নোটও।

Twinkle Khanna: 'সান্টার এবারের বড়দিনের উপহার', সুন্দরের সঙ্গে সাক্ষাতে সেটাই মনে হয়েছে টুইঙ্কলের
সুন্দরের সঙ্গে টুইঙ্কল...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 2:20 PM

সিনেমা থেকে অনেকদিন আগেই সরে এসেছেন অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না। বই লেখা, বিখ্য়াতদের সাক্ষাৎকার নেওয়া – এসব নিয়েই মেতে থাকেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে গুগলের সিইও সুন্দর পিচাইকে ইন্টারভিউ করলেন টুইঙ্কল। তাঁর সঙ্গে কথা বলে উদ্বুদ্ধ হয়েছেন টুইঙ্কল। শিখেছেন জীবনের পাঠ। নিজের ইন্টাগ্রামে সুন্দরের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন টুইঙ্কল। সেই সঙ্গে লিখেছেন একটি নোটও। তিনি এই সাক্ষাৎকে বড়দিনের আগে সান্টা বুড়োর উপহার হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ইনস্টাগ্রামে টুইঙ্কল লিখেছেন, “সান্টা আমাকে দারুণ একটি ক্রিসমাস উপহার দিয়েছেন।” সেই সঙ্গে টুইঙ্কল তাঁর পোস্টে এও লিখেছেন সুন্দরের সঙ্গে সাক্ষাতে তিনি কী-কী শিখেছেন।

তিনি বলেছেন, “সুন্দর পিচাইয়ের থেকে আমি তিনটে জিনিস শিখলাম। ১. ভারতবর্ষে বড় হলে আন্তর্জাতিক স্তরে তার কী সুফল পাওয়া যায়। ২. নিজেকে মাটির মানুষ হিসেবে গড়ে তুলতে কী করেন সুন্দর পিচাই? ৩. পৃথিবীর কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কী?”

একটি নেভি ব্লু রঙের সুট পরে এসেছিলেন সুন্দর। টুইঙ্কলের পরনে ছিল সাদা শার্ট এবং নীল প্যান্ট। সঙ্গে ছিল নীল রঙের ওয়েস্ট কোটও। এই ইভেন্টে যোগদান করার জন্য নিজের মেকওভার করিয়েছিলেন টুইঙ্কল। ইভেন্টের একদিন আগে তিনি তা জানিয়েছিলেন নিজের অনুরাগীদের।

২০০১ সালে অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করেছিলেন টুইঙ্কল। তাঁদের দুই সন্তান। ২০ বছরের আরভ এবং ১০ বছরের নিতারা। সিনেমা থেকে সরে নিজের লেখাপড়া এবং সন্তান প্রতিপালনেই ব্যস্ত থাকেন টুইঙ্কল।