দেশের প্রথম মহিলা সত্যাগ্রহী, হিন্দি সাহিত্যের বিখ্যাত কবি সুভদ্রা কুমারী চৌহানকে সম্মান জানাল গুগল ডুডল
১৯০৪ সালের ১৬ অগস্ট উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন সুভদ্রা কুমারী চৌহান। নিহালপুর গ্রামের রাজপুর পরিবারে জন্ম হয় তাঁর।
বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের কর্মকাণ্ড আপনি ভুলে গেলেও আজকাল মনে করিয়ে দেয় গুগল। নিত্যনতুন ডুডলের মাধ্যমে সেইসব কৃতীজনদের শ্রদ্ধা এবং সম্মান জানায় এই সার্চ ইঞ্জিন। ১৬ অগস্ট ভারতীয় কবি সুভদ্রা কুমারী চৌহানকে স্মরণ করেছে গুগল। তাদের ডুডলের মাধ্যমে সুভদ্রা কুমারী চৌহানকে সম্মান জানানো হয়েছে। বিখ্যাত কবিতা ‘ঝাঁসি কি রানি’- র রচয়িতা ছিলেন এই কবিই। আজ তাঁর ১১৭তম জন্মবার্ষিকী। ডুডলের সাহায্যে আঁকা হয়েছে সুভদ্রা কুমারীর চৌহানের ছবি। পরনে শাড়ি। সামনে হাজির কাগজ-কলম। ব্যাকগ্রাউন্ডে আঁকা হয়েছে ঘোড়ায় সওয়ার হওয়া রানি লক্ষ্মীবাঈয়ের চিরাচরিত ছবি। দেশের স্বাধীনতা সংগ্রামে যুক্ত আরও কয়েকজনকেও এই ছবিতে দেখা গিয়েছে।
হিন্দি সাহিত্যে একাধিক কবিতা লিঝেছেন সুভদ্রা কুমারী। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ‘ঝাঁসি কি রানি’। রানি লক্ষ্মীবাঈয়ের সমস্ত জীবনগাঁথাই রয়েছে এই কবিতায়। গানের সুরেও গাওয়া হয়েছে এই কবিতা। হিন্দি সাহিত্যের যেসব কবিতা আবৃত্তির জন্য আদর্শ, তার মধ্যে অন্যতল হল সুভদ্রা কুমারীর লেখা এই কবিতা। ভারতীয় মহিলারা যেসব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং তা কাটিয়ে উঠেছেন- সেটাই ছিল প্রাথমিক ভাবে সুভদ্রা কুমারীর কবিতা বৈশিষ্ট্য। লিঙ্গ এবং জাতি বৈষম্য নিয়েও লেখালিখি করেছিলেন তিনি। এরপর জাতীয়বাদ নিয়েও লিখতে শুরু করেন সুভদ্রা কুমারী।
১৯০৪ সালের ১৬ অগস্ট উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন সুভদ্রা কুমারী চৌহান। নিহালপুর গ্রামের রাজপুর পরিবারে জন্ম হয় তাঁর। প্রয়াগরাজের Crosthwaite Girls’ School- এ পড়াশোনা শুরু হয় সুভদ্রা কুমারীর। এরপর ১৯১৯ সালে মিডল স্কুল পরীক্ষা পাশ করেন তিনি। সেই বছরই মাত্র ১৬ বছর বয়সে খান্ডোয়ার ঠাকুর লক্ষণ সিং চৌহানের সঙ্গে বিয়ে হয় সুভদ্রা কুমারীর। পাঁচ সন্তানের জননী ছিলেন তিনি। এরপর জবলপুর চলে আসেন সুভদ্রা কুমারী ও তাঁর পরিবার।
মহাত্মা গান্ধীর সত্যাগত আন্দোলনে স্বামীর সঙ্গেই যোগ দিয়েছিলেন সুভদ্রা দেবী। সেটা ছিল ১৯২১ সালে। সুভদ্রা কুমারী চৌহানই ছিলেন প্রথম মহিলা সত্যাগ্রহী। আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। ১০২৩ থেকে ১৯৪২ সালের মধ্দুযে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় ‘বার জেলও হয়েছিল তাঁর। সুভদ্রা কুমারী চৌহান legislative assembly of the state (erstwhile Central Provinces)- এর সদস্যাও ছিলেন। স্বাধীনতার ঠিক এক বছর পর অর্থাৎ ১৮৪৮ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। জবলপুরের কাছে নাগপুরে অ্যাসেম্বলি সেনশন অর্থাৎ বিধানসভা অধিবেশনে গিয়েছিলেন তিনি। ফেরার পথে গাড়ি ডুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন- ইন্ডিয়ান আইডল জিতে কত টাকার কী কী পুরস্কার পেলেন পবনদ্বীপ? এরপর কী করবেন?