Singer KK Death: ‘আমি কেকে-এর মতো হতে চাই’, বন্ধু বিদায়ের স্মরণে শানের উক্তি
Singer KK Death: আমি ধন্য এই 'ছেলে'কে চিনতে পেরে, যে বড় হতে অস্বীকার করেছিল .. এবং এখন চিরতরে তরুণই থাকবে
“এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এই পোস্ট করছি .. কখনো কল্পনাও করতে পারিনি .. কে কে চিরকাল আছো। ভালোবাসায় বেঁচে ছিলে, থাকবে। আমি সবসয়ম কেকে-এর মতো হতে চাই সব দিক থেকে। আমার ভাই একজন রকস্টার… চিরকাল..” গায়ক শান এই পোস্টটি করেন। তাঁর ফোন বন্ধ। ম্যানেজার জানিয়েছেন কথা বলার মতো অবস্থায় নেই তিনি। ভাই-বন্ধু-সহশিল্পী শান-কেকে। জুটিতে রয়েছে জনপ্রিয় গান। আজ সে নেই। এটা মেনে নিতে বহু সময় পার হয়েছে। একটু একটু করে স্বাভাবিক হচ্ছেন। শানের সোশ্যাল পোস্ট সেই তথ্যই দিচ্ছে। প্রথম পোস্টে ছিল একসঙ্গে স্টেজ শো-এর ভিডিয়ো। দ্বিতীয় পোস্টে একসঙ্গে কাটানো বহু বছরের বহু মুহূর্তের ছবি।
View this post on Instagram
দ্বিতীয় পোস্টের সঙ্গে যে লেখা শান লিখেছেন, আমাকে শুধু ভাবতে দাও তুমি এখানে আছো .. আমরা কখনই নিয়মিত কথা বলিনি .. তবে সবসময় আমাদের হৃদয়ে একে অপরের জন্য বিশেষ জায়গা ছিল! আমি বলেছি ‘আমি কে কে এর মতো হতে চাই’ পরিপূর্ণ, জটিলতাহীন, আপসহীন। তিনি ঠিক জায়গায় কোন বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে জানতেন.. কিন্তু আমি বুঝতে পারি .. @kk_live_now এর মতো কেউ কখনও হতে পারে না ! তিনি সর্বদা ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ থাকবেন.. আমি কল্পনাও করতে পারি না যে জিও, নকুল এবং তামরা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে .. আমি শুধু বলতে পারি যে তিনি তাঁদের জন্য ২০টিরও বেশি স্মৃতি সারাজীবনের জন্য রেখেগিয়েছেন। আমরা একসঙ্গে শুরু করেছিলাম .. আমরা একসাথে অনেকগুলো সুপারডুপার হিট গান করেছি .. #KoiKahe #TimeToDisco #DusBahane #HumdumSuniyoRe #Zameen (টাইটেল ট্র্যাক) #Golmaal .. #DeTaali-এর গানগুলি .. তালিকা অন্তহীন .. আমরা সবচেয়ে বেশি সংখ্যক গান করেছি, ২০০০ এর দশকের গোড়ার দিকের একসাথে শো .. @anumalikmusic ji-এর সাথে ভ্রমণ.. .. #No1Yaari Tour through WB, Orisha, Assam.. দুবাইতে ৩ বছরে আমাদের পর পর ৩টি শো ছিল। আমি ধন্য এই ‘ছেলে’কে চিনতে পেরে (যে বড় হতে অস্বীকার করেছিল .. এবং এখন চিরতরে তরুণই থাকবে)
View this post on Instagram
এই পোস্টের মধ্যে দিয়ে সারাজীবনের সব কথাই যেন শান বলে ফেলেছেন। গানেই ছিল তাঁদের জুটি। গানেই তাঁদের বন্ধুত্ব। মঙ্গলবারের রাতে তাতে চিরতরে দাঁড়ি টেনে দিলেন কেকে আচমকা চলে গিয়ে। এখন বলিউডে শুধু এই জুটির সাড়াজাগানো গানেই বেঁচে থাকবে তাঁদের বন্ধুত্ব। প্রায় সমবয়সি, আবার প্রায় একই সময়ে বলিউডে শুরু দু’জনের। ‘ইটস দ্য টাইম টু ডিসকো’, ‘দশ বাহানে’ কিংবা ‘কোই কহে’— শান এবং কেকে-র যুগলবন্দিতে এই গান শ্রোতাদের মাতিয়ে রেখেছে বছরের পর বছর। বন্ধুত্বের বয়স আর বাড়বে না। শুধু থাকবে স্মৃতি। নিজের গানেই সে কথা চিরতরে গেঁথে দিয়ে গেলেন কেকে ‘কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল..।’