Lata Mangeshkar: এখনও আইসিইউতেই লতা, ‘ওঁর জন্য প্রার্থনা করুন…’, বললেন চিকিৎসক
২০১৯ সালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল লতাকে। তবে সে সময় তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
সাত দিন অতিক্রান্ত। এখনও আইসিইউতেই ভর্তি রয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আরও কিছুদিন সেখানেই কাটাতে হবে তাঁকে। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন কিংবদন্তী গায়িকার চিকিৎসক প্রতীত সমদানী। এরই পাশাপাশি লতার জন্য তাঁর ভক্তদের প্রার্থনারও আর্জি তাঁর।
এ দিন পিটিআইকে চিকিৎসক বলেন, “এখনও আইসিইউতে কড়া পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি। আমাদের ধৈর্য ধরতে হবে। ওঁর জন্য প্রার্থনা করুন। এখন কিছুদিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে।” বিগত বেশ কিছু দিন আগে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা। সঙ্গে দোসর হয় নিউমোনিয়া। পরিবারের তরফে জানানো হয় বয়সজনিত কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের ‘নাইটিঙ্গল’ ভাল আছেন।
২০১৯ সালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল লতাকে। তবে সে সময় তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত সেপ্টেম্বরেই ৯২তম জন্মদিন পালন করেছেন লতা মঙ্গেশকর। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ অ্যাক্টিভ। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন– আপাতত এই কামনাই করে চলেছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুনতি ভক্ত।
আরও পড়ুন- Tollywood Gossip: ঝগড়া গড়াল প্রেমে! প্রযোজককেই হঠাৎ মন দিয়ে বসলেন টলি-সুন্দরী?