মহামারীর সঙ্কটকালে ত্রাতা রবীন্দ্রনাথ, ‘রবি কথা’- র আয়োজনে ‘সাম্যর দল’

করোনা আবহে দেশজুড়ে এমন মহামারী পরিস্থিতি চলছে। এই সঙ্কটকালে রবীন্দ্রনাথ ত্রাতা হয়ে সকলের মনের ভার লাঘব করতে পারবেন বলেই বিশ্বাস সাম্যর। আর তাই 'সাম্যর দল' আয়োজন করেছে 'রবি কথা'- র।

মহামারীর সঙ্কটকালে ত্রাতা রবীন্দ্রনাথ, 'রবি কথা'- র আয়োজনে 'সাম্যর দল'
শনিবার ১৫ মে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব।
Follow Us:
| Updated on: May 15, 2021 | 2:56 PM

দেশজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট। এই ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় ঢেউ আসার খবর শঙ্কিত সাধারণ মানুষ। চারদিকে এখন অক্সিজেন নিয়ে সঙ্কট। হাসপাতালে করোনা রোগীদের জন্য নেই পর্যাপ্ত বেড। পরিস্থিতি ক্রমশ বেসামাল হয়ে উঠছে। অবস্থা নিয়ন্ত্রণে কোনও রাজ্যে চলছে লকডাউন। কোথাও বা নৈশ কার্ফু।

এই গৃহবন্দি জীবন মানসিক স্বাস্থ্যের উপরেও মারাত্মক প্রভাব ফেলছে। যাঁরা হয়তো করোনা আক্রান্ত হননি, তাঁরা ওয়ার্ক ফ্রম হোমের বেড়াজালে এবং একঘেয়ে জীবনশৈলিতে হাঁপিয়ে উঠেছেন। কেউবা গভীর মানসিক অবসাদের শিকার। শারীরিক লড়াইয়ের পাশাপাশি প্রতিদিন মানসিক লড়াইটাও লড়তে হচ্ছে আমজনতাকে। আর তাই এই ঘরবন্দি জীবনে সকলের মন ভাল রাখতে একটি বিশেষ লেকচার-ওয়ার্কশপের আয়োজন করেছেন বাচিক শিল্পী সাম্য কার্ফা।

‘সাম্যর দল’- এর আয়োজিত এই অনুষ্ঠানের নাম ‘রবি কথা’। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এই ওয়ার্কশপে যোগ দান করছেন। আক্ষরিক অর্থে এটি একটি লেকচার-ওয়ার্কশপের সিরিজ। এই সিরিজের প্রথম পর্বে শনিবার ১৫ মে বক্তা হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী। শিল্পী যা নিয়ে বক্তব্য রাখবেন, সেই বিষয়টিও ভারী চমৎকার। গান বা আবৃত্তির কৌশল জানলেই যা রবীন্দ্রনাথের সৃষ্টি পারফর্ম করা যায় না, তাঁর দর্শনকে ভাল ভাবে বোঝার প্রয়োজন রয়েছে, রবীন্দ্রনাথকে অনুধাবন করার প্রয়োজন রয়েছে— এই নিয়েই বক্তব্য রাখবেন জয়তী। পরবর্তী পর্বে থাকবেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর গোপা দত্ত। তিনি বলবেন, লিপিকার পটভূমি নিয়ে।

আরও পড়ুন- সুজয় প্রসাদের উদ্যোগে শঙ্খ-স্মরণ, কবিতা পাঠে শর্মিলা ঠাকুর, মমতা শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট শিল্পী

করোনা আবহে দেশজুড়ে এমন মহামারী পরিস্থিতি চলছে। এই সঙ্কটকালে রবীন্দ্রনাথ ত্রাতা হয়ে সকলের মনের ভার লাঘব করতে পারবেন বলেই বিশ্বাস সাম্যর। আর তাই ‘সাম্যর দল’ আয়োজন করেছে ‘রবি কথা’- র।